ধৃতদের ব্যবহৃত চারচাকা গাড়ি থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। দুই ধৃতকে পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মত এদিনিও রাতে বর্ধমান বোলপুর টু বি জাতীয় খসড়কের ভাতারের ওড়গ্রামে রুটিনমাফিক নাকাচেকিং চালাচ্ছিল ভাতার থানার পুলিশ। সেই সময় ওই চারচাকা গড়িটি সেখানে পৌছালে পুলিশ গাড়িটি আটকে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ নৌকো করে দিঘিতে ঘুরতে যাওয়াই হল কাল! জলে ডুবে মৃত যুবক
তল্লাশি করতে নেমেই পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় অসংখ্য পলিথিনের প্যাকেট ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদ। এরপরই পুলিশ মদ ভর্তি ওই গাড়ি সহ গাড়িতে থাকা দু'জনকে গ্রেফতার করে। জেরায় ধৃতরা পুলিশকে জানায়, বেশি গাড়ি ভাড়া পাওয়ার জন্য তারা হুগলীর সিঙ্গুর থেকে বীরভূমের বোলপুর অন্যজনের কাছে এই মদ বহন করে নিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুনঃ সেরা পুলিশ ইউনিটের সম্মান পেল জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
এ বিষয়ে ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানিয়েছেন, বর্ধমান -বোলপুর ২বি জাতীয় সড়কে নাকাচেকিংয়ে একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। ওই গাড়িটি সহ গাড়িতে থাকা দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সন্তোষ সাউ (৩২) ও সঞ্জয় সাউ (৩৪)। তারা সম্পর্কে দুই ভাই। বাড়ি বোলপুর হাটতলা এলাকায়।
Malobika Biswas