TRENDING:

Purba Bardhaman News: ফের আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ-এর জালে দুই দুষ্কৃতী

Last Updated:

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায়। সাতসকালেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদ এর বাসিন্দা, অপরজন পূর্ব বর্ধমানের বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায়। সাতসকালেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদ এর বাসিন্দা, অপরজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। ধৃত দুই পাচারকারীকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর থানায়। জানা গিয়েছে, মন্তেশ্বর এর কুসুমগ্ৰাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স এর অধিকারিকরা।
advertisement

ধৃতদের একজনের নাম কুরবান আলি , অপরজনের নাম রাকেশ মোল্লা। এই চক্রের সঙ্গে আর আর কারা যুক্ত, কেন ই বা অস্ত্র নিয়ে এসেছিল তারা , কোথায় নিয়ে যাচ্ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বেআইনীভাবে বন্দুক রাখার কথা স্বীকার করে নিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে চাইছে পুলিশ আধিকারিকরা।

advertisement

আরও পড়ুনঃ ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ! প্রাণ গেল গর্ভের দুই বাচ্চা সহ মা'র

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ই নভেম্বর আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বর্ধমান থানার পুলিশ । এরপর এ দিন ফের দুজনকে আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার করল এসটিএফ। ১৫ ই নভেম্বর এর ঘটনায় ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলেই জানা গিয়েছে। আর বিক্রি করতে এসেই পুলিশের জালে ধরা পড়ে আলি হোসেন। ধৃত অসমের বাসিন্দা বলেই খবর। আর সেই খবর বাসি হতে না হতেই ফের এদিন আগ্নেয়াস্তসহ দুজন গ্রেফতার হল বর্ধমানের মন্তেশ্বর থেকে।

advertisement

View More

আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক

এভাবে বারবার আগ্নেয়াস্ত উদ্ধার হওয়ায় চিন্তায় বর্তমান প্রশাসানিক আধিকারিকরা। ফলে তৎপরতা বেড়েছে প্রশাসনিক মহলে। সন্দেহভাজন জায়গায় বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স। পুলিশ দ্রুত আগ্নেয়াস্ত চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে । কারণ সামনেই পঞ্চায়েত ভোট , আর যাতে পঞ্চায়েত ভোটে কোনরকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকেই তাকিয়ে এখন প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ফের আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ-এর জালে দুই দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল