Purba Bardhaman News: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ! প্রাণ গেল গর্ভের দুই বাচ্চা সহ মা'র

Last Updated:

ফের শহর বর্ধমানে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু। অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। মৃত প্রসূতির নাম অপর্ণা হাউলি (২৬)। মৃতের বাড়ি ১০ নম্বর ওয়ার্ড এর ইসলামাবাদে।

+
title=

#পূর্ব বর্ধমান : ফের শহর বর্ধমানে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু। অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। মৃত প্রসূতির নাম অপর্ণা হাউলি (২৬)। মৃতের বাড়ি ১০ নম্বর ওয়ার্ড এর ইসলামাবাদে। মৃতের পরিবার সূত্রে খবর , এদিন সকাল ৭ টা নাগাদ এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতিকে। শুধু অক্সিজেন দেওয়া হয়। এরপর প্রসূতিকে ফেলে রাখা হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর পরিবারের লোকজনদের ডাকা হয় হাসপতালের তরফে। বলে দেওয়া হয় প্রসূতির অবস্থা ভালো নয়। রেফার করে দেওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আর সেখানে নিয়ে যাওয়া হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা জানান তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। এরপরই ওই বেসরকারী হাসপাতালের বিরূদ্ধে অভিযোগ দায়ের করেন বর্ধমান থানায়। বেসরকারী হাসপাতালের চিকিৎসকের শাস্তির দাবি করেন তাঁরা। পরিবারের সদস্যরা জানান , পেটে দুটি সন্তান ছিল। তিনজনের প্রাণ গেল একসঙ্গে অবিলম্বে চিকিৎসকের শাস্তি দাবি করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক
হাসপতালের তরফে জানানো হয় ওই প্রসূতি আসার পর দেখা যায় তার খিচুনি হচ্ছে। তাকে শুধুই অক্সিজেন দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এমনকি রেজিষ্টারে ও তার নাম তোলা হয়নি। রাস্তায় রোগী মারা গেলে সেই দোষ হাসপাতালের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মৃতার পরিবারের পক্ষ থেকে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ! প্রাণ গেল গর্ভের দুই বাচ্চা সহ মা'র
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement