৩৬০০ টোটো চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়,যেখানে প্রায় ১৫ হাজার টোটো রয়েছে। আর এই সিদ্ধান্তের পরই টোটো চালকরা ক্ষিপ্ত হয়ে পড়েন। পৌরসভার সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার টোটো বনধ করে চালকরা। তাতে দুর্ভোগে পড়েন স্থানীয় মানুষজন। হাসপাতালে চিকিৎসা করতে আসা এবং স্কুল পড়ুয়া ও দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষরা হয়রানির শিকার হন।
advertisement
আরও পড়ুনঃ আন্তঃমহকুমা ব্লক লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে কাটোয়ায়
শেষমেশ পুলিশ প্রশাসন আশ্বস্ত করলে ফের শহরে টোটো চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি শহরবাসী। সোমবার কার্যত বর্ধমান স্টেশন চত্বরে টোটো বন্ধ রেখে বিক্ষোভ দেখতে থাকেন টোটো চালকরা। দীর্ঘক্ষণ টোটো চালানো বন্ধ রাখেন তাঁরা। অবশেষে ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিকরা। তারপর বিক্ষোভ তুলে নেয় টোটো চালকরা। কার্যত টোটো বন্ধ থাকে চলতি সপ্তাহের প্রথম দিন । তবে এদিন সব কিছুই হয়ে যায় স্বাভাবিক। প্রতিদিনের মতোই এদিনও রাস্তায় দেখা যায় টোটো। যার ফলে স্বস্তি পেয়েছে প্রশাসন।
আরও পড়ুনঃ চেনা ছন্দে ফিরছে দুর্গা পুজো, দু'বছর পর ফের ডাক পাচ্ছেন ঢাকিরা, খুশির জোয়ার
টোটো চালকদের দাবি ছিল, বিধায়ক ও প্রশাসন নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। টোটো চালকদের আপত্তি কোনও গুরুত্ব পায়নি। শহর লাগোয়া পঞ্চায়েত এলাকার টোটো চালকদের শহরে ঢোকার অনুমতি দিতে হবে। গুরুত্বপূর্ণ রুটগুলিতে সবাইকে ঢোকার অধিকার দিতে হবে। টোটো চলাচলের রুট বাতিল করতে হবে।
Malobika Biswas