Purba Bardhaman News: চেনা ছন্দে ফিরছে দুর্গা পুজো, দু'বছর পর ফের ডাক পাচ্ছেন ঢাকিরা, খুশির জোয়ার

Last Updated:

করোনার জেরে দীর্ঘ দু বছর যাক জমক সহকারে হয়নি দূর্গাপুজো। নম নম করেই সারা হয়েছিল বারোয়ারি পুজো গুলিও। তবে করোনা আবহ কাটিয়ে চলতি বছর ফিরছে সেই পুরোনো ছন্দ।

+
title=

#পূর্ব বর্ধমান : করোনার জেরে দীর্ঘ দু বছর যাক জমক সহকারে হয়নি দূর্গাপুজো। নম নম করেই সারা হয়েছিল বারোয়ারি পুজো গুলিও। তবে করোনা আবহ কাটিয়ে চলতি বছর ফিরছে সেই পুরোনো ছন্দ। পুজোর চেনা ছবি উঠে আসছে সর্বত্র। বারোয়ারী থেকে বনেদি সব ক্ষেত্রেই নতুন করে পুরনো ছন্দে ফিরছে দুর্গা পুজো। ফলে দীর্ঘ দুবছর পর ফের ডাক পড়ছে ঢাকিদের।বাইরে থেকে ঢাক বাজানোর জন্য ডাক পাচ্ছেন জেলার ঢাকিরা।
প্রতিবছরই পুজোয় ঢাক বাজাতে ৩৫ থেকে ৪০ জন ঢাক শিল্পী কালনার বারুইপাড়া থেকে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে ও রাজ্যের বাইরে। দীর্ঘ দুবছর আসেনি ঢাক বাজানোর ডাক। তবে এবছর ঢাক শিল্পীরা ইতিমধ্যেই মুম্বাই, পুনে, সহ বিভিন্ন জায়গা থেকে ডাক পেয়েছেন। প্রতিবছরের মতো এবছরও পুজো উদ্যোক্তারা পাঠিয়ে দিয়েছেন ঢাকিদের যাতায়াতের টিকিট। কলকাতা ছেড়ে বাইরে যান কেন?
advertisement
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের
এ প্রশ্নের উত্তরে তাঁরা জানান সেখানে গেলে অনেকটা বেশি পয়সা উপার্জন করা যায়। পাশাপাশি মেলে ভালো পরিমাণ বকশিশও। আর যা দিয়ে সেখান থেকে ফেরার পর বেশ কয়েকটা মাস নিশ্চিন্তে চলে যায় এই এলাকার ঢাক শিল্পীদের। তবে গত দু-বছর করোনার কারণে ডাক না পাওয়ায় তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
কিন্তু এ বছর ফের ডাক পাওয়ার খুশি এই এলাকার ঢাক শিল্পীরা। ঢাক শিল্পীরা জানান, আগের মত আর কদর নেই দুর্গাপুজো ছাড়া সারাবছর অন্য কিছু করেই চলে সংসার। সারাবছর তাঁরা অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর জন্য। কারণ দুর্গা পুজোতেই তো আসে বাইরে থেকে ডাক। ফলে আয় হয় অনেক বেশি। যা দিয়ে মুখে হাসি ফোটে ঢাকিদের পরিবারের।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: চেনা ছন্দে ফিরছে দুর্গা পুজো, দু'বছর পর ফের ডাক পাচ্ছেন ঢাকিরা, খুশির জোয়ার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement