Purba Bardhaman News: রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের। জামালপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
#পূর্ব বর্ধমান : বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের। জামালপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এদিন মিরাপাড়া, শালমূলা, আদমপুর গ্রামের শতাধিক গ্রামের বাসিন্দারা বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, এই তিনটি গ্রামের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা। গ্রামের মধ্যে রয়েছে একাধিক স্কুল, প্রাইমারি স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল, গেঞ্জি ফ্যাক্টরি, যেখানে বহু মানুষকে জীবিকার জন্য এবং শিক্ষার জন্য, বহু ছাত্র ছাত্রীকে ওই বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় ।
মাঝে মাঝেই ওই রাস্তায় ঘটে দুর্ঘটনা । যার কারণে নিত্যদিন ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় সকলকে। রাস্তার উপরে একাধিক জায়গায় রয়েছে বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতে সেই গর্তে জল জমে মারনফাঁদে তৈরি হয় রাস্তা। তাই দ্রুত রাস্তা মেরামতের দাবি নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভের পর বিডিওর কাছে স্বারকলিপি জমা দেন।
আরও পড়ুনঃ সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
জামালপুরের বিডিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই সাড়ে ৩ কিলোমিটার রাস্তা বেহাল দশা। সাইকেল মোটর সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা হেঁটে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। রাস্তা গর্তে ভরা। স্থানীয়রা সকলে চাঁদা তুলে রাস্তায় ইট বসালেও কিছুদিন পর রাস্তার হাল আবার হয় বেহাল ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিকারের উদ্দেশ্যে এসে দুজনকে কামড় শিয়ালের, পরে গ্রামবাসীদের মারে নিহত
কারণ এই রাস্তা দিয়েই তিনটি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যাতায়াত। তারপর ট্রাক্টর যায় এই রাস্তা দিয়েই ফলে রাস্তায় তৈরি হয় গর্ত। এর আগে অনেকবার প্রশাসনিক মহলে জানানো হয়েছে এ নিয়ে। তবে সমস্যার সমাধান হয় নি। তাই তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা বলে হুশিয়ারি দিয়েছেন বিক্ষোকারীরা।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
September 20, 2022 4:44 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের