#পূর্ব বর্ধমান : শিয়ালের কামড়ে জখম হলেন দু'জন। পূর্বস্থলী দুই নং ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের হালদি-নপাড়া গ্রামে শিয়ালের কামড়ে জখম হলেন দু'জন। জখমদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসা করানো হচ্ছে। দেওয়া হয়েছে জলাতঙ্ক রোগের প্রতিষেধক। ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাপিজুর শেখ নামে এক যুবক কে একটি অসুস্থ শিয়াল কামড়ে রক্তাক্ত করে দেয়। এরপর ওই শিয়াল পালিয়ে যায়। এদিন ফের শিয়ালটি একটি ছাত্রের উপর হামলা চালায়। ওই ছাত্রটি তখন খড়ি নদীর পাড়ে এক সহপাঠির সঙ্গে ছিল। শিয়ালের কামড়ে জখম হয় তরুন বাগ নামে চতুর্থী শ্রেণির ওই ছাত্রটি।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। জানা গিয়েছে, এরপর গ্রামবাসীরা শিয়ালটিকে পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেয়। হাসপাতাল সূত্রে খবর, এর আগের দিনও দুজনকে এই শিয়াল কামড়েছে। শিয়ালটি শিকারের উদ্দেশ্যে এসে এভাবে সকলকে কামড়াচ্ছে। এ বিষয়ে বন দফতরের নজর দেওয়া উচিৎ। তবে এরইমধ্যে শিয়ালটিকে স্থানীয়রাই মেরে ফেলেছে।
আরও পড়ুনঃ সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
হাসপাতালের চিকিৎসক জানান, শিয়াল কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আহত চারজনকেই জলাতঙ্ক এর টিকা দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে তিনি আরও বলেন, শিয়াল , কুকুর এই প্রাণী গুলি কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থেকে ১০০ শতাংশ। তাই টিকা , ভ্যাক্সিন আবশ্যক। এই জলাতঙ্কের জন্য ভ্যাকসিন তো আছেই, টিকাও আছে। তবে এছাড়াও ইকুইরাব ইনজেকশন (Equirab Injection) জলাতঙ্ক এর জন্য প্রতিষেধক টিকা দেওয়া যেতে পারে।
Malobika Biswasনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba bardhaman, Purbasthali