আরও পড়ুন: ব্যান্ড পার্টি নিয়ে শেষ দিন মনোনয়ন তৃণমূলের
মনোনয়ন জমায় প্রথম দিনই পূর্ব বর্ধমানের বড়শুলের ঘটনা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনীতির সুরকে সপ্তমী বেঁধে দিয়েছিল। সেই ঘটনার ব্যাপক সমালোচনা হয়েছিল বিরোধী শিবির থেকে। পরের দিন আবার অবাক করা দৃশ্য দেখা গিয়েছিল। সিপিএম নেতার সামনে হাত জড়ো করে ক্ষমা চাইছেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। তাঁর বক্তব্য ছিল, ভুল বোঝাবুঝি থেকে এই সংঘর্ষ ঘটেছে। তিনি ঘটনাস্থলে হাজির থাকলে কখনওই এমনটা হতো না। পরের দিন বড়শুলে মনোনয়ন জমা দেওয়ায় কোনও বাধা পায়নি সিপিএম।
advertisement
তবে বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন বড়শুলে আরো চমকে দেওয়া দৃশ্য দেখা গেল বিরোধী বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা গোটা বিষয়টি তদারকি করলেন বিধায়ক নিশীথ মালিক। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, আজ বিজেপি নমিনেশন জমা দিতে এসেছিল। আমরা যত্ন করে ওদের মনোনয়ন জমার ব্যবস্থা করে দিয়েছি। কোনরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিধায়ক শান্তির কথা বললেও বড়শুলের এই দৃশ্য দেখে কিছুটা হলেও চমকে গিয়েছে রাজনৈতিক মহল।