এবারের পুজোর আয়োজন প্রসঙ্গে ননগর সবুজ সংঘ ক্লাবের এক সদস্য জানিয়েছেন, এবছর আমাদের ভাবনা বিপ্লবী আন্দোলন। দেশের জন্য যারা লড়াই করে স্বাধীনতা এনেছেন, তাঁদের স্মরণ করার জন্যই আমাদের এই চিন্তা ভাবনা ।
আরও পড়ুন: বাগদি পাড়ার বাসিন্দারা ছাড়া এই বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন হয় না
advertisement
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার যে রাস্তা, একদম সেই রাস্তার ধারেই পড়বে এই মণ্ডপটি। ননগর ঢোকার শুরুতেই দেখা যাবে বড় বড় গেট যেগুলোতে থাকছে চন্দন নগরের ঝলমলে আলো। গেটের মাথায় রাখা হচ্ছে জাতীয় পতাকা। এছাড়াও বিভিন্ন বিপ্লবীদের ছবি তুলে ধরা হয়েছে চন্দননগরের এই লাইটের গেটে ।
আরও পড়ুন: কয়েক শতক ধরে এই প্রাচীন দুর্গাপুজোর ভোগপ্রসাদে থাকে থোর, পুঁইশাক
এ বছর এই পুজো ২৪ তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় ১৩ লাখ টাকা। মেদিনীপুর থেকে প্যান্ডেল তৈরি করতে এসেছেন শিল্পীরা। প্যান্ডেল তৈরি করা হয়েছে শোলা, থার্মকল, খড় আরও বিভিন্ন রকমের উপকরণ দিয়ে। ক্লাব সদস্যদের বিশ্বাস, এবার তাঁদের পুজো মহকুমার মধ্যে সেরা হবে । পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন এবং তার আগে জোর কদমে চলছে থিমের কাজ ।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023, Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023
বনোয়ারীলাল চৌধুরী