TRENDING:

East Bardhaman News: রেলের সিদ্ধান্তে বিপাকে পাল্লা রোড রেল স্টেশনের চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা 

Last Updated:

রেলের জায়গা পুনরুদ্ধার করতে পদক্ষেপ রেলওয়ের।১৪ জুনের মধ্যে জবরদখলকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ রেল কর্তৃপক্ষের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড রেল স্টেশনের পাশে অন্ততপক্ষে ৭০টি পরিবার ও ব্যাবসায়ী বসবাস করে । এই সকল পরিবারের সদস্যরা দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রেলের এই জায়গায় বসবাস করছেন । কিন্তু সম্প্রতি তাদের ওই জায়গা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে বলা হয়েছে, ১৪/০৬/২০২২ তারিখের মধ্যে দোকান ঘর এবং জায়গা দখলকারীদের রেলের জায়গা ছেড়ে দিতে হবে । অর্থাৎ চলতি মাসের ১৪ তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে জায়গা ।
advertisement

আরও পড়ুনNorth Bengal News: ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলে বেড়ানোর ইচ্ছে সফল হতে পারে! বিশেষ উদ্যোগ প্রশাসনের

কার্যত এই নোটিশ দেখতেই চক্ষু চড়ক গাছ ব্যবসায়ী ও দখলদারীদের। আর এরই মধ্যে নিজেদের বাসস্থান পেতে ৭০টি পরিবার পাল্লা রোড রেল স্টেশনের সামনে ধর্ণায় বসে। এই মুহূর্তে হঠাৎ কোথায় যাবে তা কুল কিনারা খুঁজে পাচ্ছেন না পরিবার ও ব্যাবসায়ীরা ।

advertisement

স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে তাঁরা গুমটি এবং ফুটপাতে বসে ব্যাবসা করে আসছেন । সুতরাং রেল কর্তৃপক্ষ যদি এখান থেকে সরিয়ে দেয় তাহলে বাচ্চাদের নিয়ে বাটি হাতে বসতে হবে । তবে যদি রেল কর্তৃপক্ষ নিজেদের অপ্রয়োজনীয় জায়গা তাদেরকে দেয় তবে উপকৃত হবেন বলেও জানায় স্থানীয়রা।

View More

আরও পড়ুন Super Viral: পুলিশ যেন সাক্ষাৎ ভগবান! বাসের সামনে পড়ে যাওয়া শিশুর প্রাণ বাঁচালেন যেভাবে... হাড় হিম করা ভিডিও

advertisement

অন্যদিকে রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে , রেলের লাইনের ট্রেক বাড়বে , এছাড়াও পাল্লা রোড স্টেশনকে আরো মডিফাই করা হবে। তাই রেলের জায়গা ফাঁকা করা হচ্ছে । এখন দেখার এই প্রায় ৭০টি পরিবার এই মুহূর্তে কোথায় যায় ।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রেলের সিদ্ধান্তে বিপাকে পাল্লা রোড রেল স্টেশনের চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল