আরও পড়ুনNorth Bengal News: ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলে বেড়ানোর ইচ্ছে সফল হতে পারে! বিশেষ উদ্যোগ প্রশাসনের
কার্যত এই নোটিশ দেখতেই চক্ষু চড়ক গাছ ব্যবসায়ী ও দখলদারীদের। আর এরই মধ্যে নিজেদের বাসস্থান পেতে ৭০টি পরিবার পাল্লা রোড রেল স্টেশনের সামনে ধর্ণায় বসে। এই মুহূর্তে হঠাৎ কোথায় যাবে তা কুল কিনারা খুঁজে পাচ্ছেন না পরিবার ও ব্যাবসায়ীরা ।
advertisement
স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে তাঁরা গুমটি এবং ফুটপাতে বসে ব্যাবসা করে আসছেন । সুতরাং রেল কর্তৃপক্ষ যদি এখান থেকে সরিয়ে দেয় তাহলে বাচ্চাদের নিয়ে বাটি হাতে বসতে হবে । তবে যদি রেল কর্তৃপক্ষ নিজেদের অপ্রয়োজনীয় জায়গা তাদেরকে দেয় তবে উপকৃত হবেন বলেও জানায় স্থানীয়রা।
অন্যদিকে রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে , রেলের লাইনের ট্রেক বাড়বে , এছাড়াও পাল্লা রোড স্টেশনকে আরো মডিফাই করা হবে। তাই রেলের জায়গা ফাঁকা করা হচ্ছে । এখন দেখার এই প্রায় ৭০টি পরিবার এই মুহূর্তে কোথায় যায় ।
Malobika Biswas