শুধু অনাথ আশ্রম ও স্কুলই তৈরি করছেন না, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেছেন তিনি। বর্ধমানের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এলাকায় শতাধিক মানুষ বিনামূল্যে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলাম সহ বিশিষ্টজনেরা। এই উদ্যোগের প্রশংসা করেন উপপ্রধান।
আরও পড়ুন- পুলিশ ভ্যানের দরজা খুলতেই চম্পট! উধাও বিচারাধীন বন্দী! হুলুস্থুলু কাণ্ড!
advertisement
সংস্থার কর্ণধার প্রাক্তন কলেজ শিক্ষক উৎপল রায় জানান, শকরা গ্রামের হাটপুকুর পাড় এলাকায় একটি অনাথ আশ্রম ও একটি স্কুল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণকাজ চলছে। এই প্রতিষ্ঠান থেকে স্থানীয় মানুষজন বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। আর এদিন সেই স্থান থেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পেলেন স্থানীয়রা।
আরও পড়ুন- জানেন, কোন কোন কোর্স পড়ানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে? রইল সেই তালিকা
স্থানীয়রা বলেন, "এভাবে নিজের উদ্যোগে উৎপল রায়ের এই কাজ সত্যি প্রশংসনীয়। দুঃস্থদের কথা ভেবে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তার কোনও তুলনা হয় না।" সব সময়ে বর্ধমানে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ থাকে না তাদের। তবে বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা এসে স্বাস্থ্য পরীক্ষা করায় খুব উপকৃত হয়েছেন তাঁরা।
Malobika Biswas