সুরজের মৃত্যুর খবর রবিবার দুপুরে গ্রামে পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যানিদি গ্রাম । মৃতর পরিবার ও প্রতিবেশীরা গ্রামের ভিলেজ পুলিশ সহ অভিযুক্ত প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে স্বোচ্চার হয় । গ্রামবাসীরা শ্যামসুন্দর- জামালপুর সড়ক পথ অবরোধ করেও বিক্ষোভ দেখায়। খবর পেয়ে এসডিপিও (বর্ধমান দক্ষিণ) এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবছরের মত এই বছরও সর্বমঙ্গলা মন্দিরে হল সামগ্রী নিলাম
এদিন ময়নাতদন্ত শেষে কড়া পুলিশ পাহারায় ছাত্রের মৃতদেহ গ্রামে ফের । ছাত্রের মৃতদেহ গ্রামে ফিরতেই ফের এদিনও একই ভাবে গোটা বিদ্যানিদি গ্রামের মানুষজন অভিযুক্তদের ফাঁসির সাজা ও ক্ষতিপূরণের দাবিতে স্বোচ্চার হন । ওই রাতেই পুলিশ অভিযুক্ত মোস্তাক মির্জা ও তাঁর স্ত্রী তুহিনা মির্জাকে গ্রেফতার করে। খুনের ধারার মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত দম্পতিকে বর্ধমান আদালতে পেশ করে তদন্তের প্রয়োজনে ১২ দিনের পুলিশি হেফাজত নিয়েছে ।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ! প্রতিবাদে তুমুল বিক্ষোভ
এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যুবককে খুনের ঘটনায় মোটিভ কি ছিল, ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রামে পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানান তিনি ।
Malobika Biswas