TRENDING:

Purba Bardhaman: কলেজ ছাত্রকে খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত মোস্তাক ও তাঁর স্ত্রী

Last Updated:

কলেজ ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় জড়িত অভিযুক্ত মোস্তাক মির্জা ও তাঁর স্ত্রী তুহিনা মির্জাকে গ্রেফতার করল পুলিশ। তবে তার পরও কমেনি ক্ষোভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : কলেজ ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় জড়িত অভিযুক্ত মোস্তাক মির্জা ও তাঁর স্ত্রী তুহিনা মির্জাকে গ্রেফতার করল পুলিশ। তবে তার পরও কমেনি ক্ষোভ। ময়নাতদন্ত শেষে নিহত কলেজ ছাত্র সুরজ মল্লিকের মৃতদেহ পূর্ব বর্ধমানের রায়নার বোকড়ার বিদ্যানিদি গ্রামে ফিরতেই ফের উত্তাল হল গোটা গ্রাম। দাবি উঠলো খুনি ও খুনিদের মদতদাতা ভিলেজ পুলিশের ফাঁসি সাজার । দাবির বিষয়টি পুলিশ ও প্রশাসন সুনিশ্চিত না করা পর্যন্ত মৃতদেহ কবর দিতে অস্বীকার করে মৃতর পরিবার ও গ্রামবাসীরা । পরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে অভিযুক্তদের পরিবার আলোচনায় বসে দাবির বিষয়টি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
advertisement

সুরজের মৃত্যুর খবর রবিবার দুপুরে গ্রামে পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যানিদি গ্রাম । মৃতর পরিবার ও প্রতিবেশীরা গ্রামের ভিলেজ পুলিশ সহ অভিযুক্ত প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে স্বোচ্চার হয় । গ্রামবাসীরা শ্যামসুন্দর- জামালপুর সড়ক পথ অবরোধ করেও বিক্ষোভ দেখায়। খবর পেয়ে এসডিপিও (বর্ধমান দক্ষিণ) এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

আরও পড়ুনঃ প্রতিবছরের মত এই বছরও সর্বমঙ্গলা মন্দিরে হল সামগ্রী নিলাম

এদিন ময়নাতদন্ত শেষে কড়া পুলিশ পাহারায় ছাত্রের মৃতদেহ গ্রামে ফের । ছাত্রের মৃতদেহ গ্রামে ফিরতেই ফের এদিনও একই ভাবে গোটা বিদ্যানিদি গ্রামের মানুষজন অভিযুক্তদের ফাঁসির সাজা ও ক্ষতিপূরণের দাবিতে স্বোচ্চার হন । ওই রাতেই পুলিশ অভিযুক্ত মোস্তাক মির্জা ও তাঁর স্ত্রী তুহিনা মির্জাকে গ্রেফতার করে। খুনের ধারার মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত দম্পতিকে বর্ধমান আদালতে পেশ করে তদন্তের প্রয়োজনে ১২ দিনের পুলিশি হেফাজত নিয়েছে ।

advertisement

View More

আরও পড়ুনঃ কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ! প্রতিবাদে তুমুল বিক্ষোভ

এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যুবককে খুনের ঘটনায় মোটিভ কি ছিল, ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রামে পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানান তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: কলেজ ছাত্রকে খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত মোস্তাক ও তাঁর স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল