Purba Bardhaman: কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ! প্রতিবাদে তুমুল বিক্ষোভ

Last Updated:

পরিকল্পনা করে এক মেধাবী কলেজ পড়ুয়াকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম সুরজ মল্লিক (২০)।

+
title=

#পূর্ব বর্ধমান : পরিকল্পনা করে এক মেধাবী কলেজ পড়ুয়াকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম সুরজ মল্লিক (২০)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমানের রায়না থানার বোকড়ার বিদ্যানিদি গ্রামে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনার মেনে নিতে না পেরে প্রতিবাদে স্বোচ্চার হয় গোটা গ্রামের মানুষজন। তাঁরা অভিযুক্ত পরিবারের সকল সদস্য ও গ্রামের ভিলেজ পুলিশ তন্ময় সামন্তর শাস্তির দাবিতে সরব হন।
বিক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন শ্যামসুন্দর-জামালপুর সড়ক পথ অবরোধ করেও বিক্ষোভ দেখায়। পরে অবরোধ তুলে নিলেও গ্রামবাসীরা হুঁশিয়ারি দেয় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। মৃত ছাত্রের বাবা নজরুল মল্লিক জানিয়েছেন,তাঁর ছেলে সুরজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে রায়নার শ্যামসুন্দর কলেজে বিএ দ্বিতীয় বর্ষে পাঠরত ছিল। সুরজ উচ্চ শিক্ষিত হচ্ছিল বলে ঈর্ষান্বিত ছিল গ্রামের সোহানা মির্জা, তাঁর বাবা মোস্তাক মির্জা ও তাঁর স্ত্রী। তাই তারা সুরজকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করে।
advertisement
আরও পড়ুনঃ চাষের জমির ওপর দিয়ে গেইল ইন্ডিয়ার পাইপ লাইন! ক্ষুব্ধ চাষীরা
নজরুল মল্লিক বলেন ,“পরিকল্পনা মাফিক ইলেকট্রিক লাইন ঠিক করার অজুহাতে তারা ফোন করে সুরজ কে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তার পর সুরজকে ঘরে আটকে রেখে হাত পা বেঁধে নির্মম ভাবে মারধর করে। জখম অবস্থায় সুরজ জল চাইলে অভিযুক্তরা সুরজের মুখে ফিনাইল (হারপিক) ঢেলে দেয়। সুরজ অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্তরা সুরজ কে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। সুরজের মা প্রভা আসরফ বেগম বলেন , পরদিন সকালে তিনি গ্রামের কলতলায় তাঁর ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। ছেলেকে প্রথম রায়না হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ছেলেকে প্রাণে বাঁচানো যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কার্জন গেটের দু'ধারে রাজা ও রানীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন
এই মৃত্যুর জন্য তাঁর পরিবার সহ এলাকার বাসিন্দারা মোস্তাক মির্জা ও তার পরিবারের সকল সদস্য ও গ্রামের ভিলেজ পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এসডিপিও (বর্ধমান দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তী বলেন, দুঃখজনক ঘটনা। ছাত্রের মৃতদেহের ময়নাতদন্ত হবে ময়নাতদন্তের রিপোর্টেই ছাত্রের মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে। তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। কেউ দোষী হলে তাঁকে সাজা পেতেই হবে। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে এসডিপিও জানিয়েছেন।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ! প্রতিবাদে তুমুল বিক্ষোভ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement