Purba Bardhaman: চাষের জমির ওপর দিয়ে গেইল ইন্ডিয়ার পাইপ লাইন! ক্ষুব্ধ চাষীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এলাকায় গ্যাসের পাইপ লাইন বসানোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক বিঘা সদ্য রোপন করা ধানের জমি।
#পূর্ব বর্ধমান : এলাকায় গ্যাসের পাইপ লাইন বসানোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক বিঘা সদ্য রোপন করা ধানের জমি। এমনই অভিযোগ তুলে গেইল ইন্ডিয়া লিমিটেডের পাইপ লাইন বসানোর কাজ বন্ধ করে দিল গলসির বড়মুড়িয়া মৌজার চাষীরা। চাষীদের দাবি, পাইপ লাইন বসানোর জন্য জমি অধিগ্রহণ করেছে গেইল ইন্ডিয়া লিমিটেড। সেই জমির মাটি খনন করায় তিন চার কিমি লম্বা একটি জলাশয় তৈরি হয়েছে মাঠে। এতেই বৃষ্টি ও সেচের জল নিকাশী বন্ধ হয়ে গেছে। যার ফলে আসে পাশের চারশো বিঘা জমির ধান জলের তলায় চলে গেছে।
বার বার বলার পরও সেই জল নিকাশীর কোন ব্যবস্থা করেনি গেইল কর্তৃপক্ষ। এর পর এদিন কাজ শুরু হতেই এলাকার চাষিরা এসে আন্দোলন শুরু করে। আন্দোলনের জেরে কাজ বন্ধ করে, মাঠ থেকে উঠে পরে পাইপ লাইনের কাজে কর্মরত শ্রমিকরা। কার্যত জমিতে এক হাঁটু জল জমে থাকতে দেখা যায় এদিন।
আরও পড়ুনঃ সাত দেউল ঘুরেছেন? ছুটির দিনে ঘুরে আসতে পারেন প্রাচীন এই তীর্থক্ষেত্রে
জমিতেই রাখা হয়েছে পাইপগুলি। দীর্ঘদিন ধরেই এই কাজ চলছে বলে জানায় চাষীরা। বারংবার বলার পরও কাজ বন্ধ না করায় এদিন বিক্ষোভ দেখায় স্থানীয়রাl যায় ফলে বন্ধ হয়ে যায় পাইপ লাইনের কাজ। বড়মুড়িয়ার চাষীরা বলেন, একেতো মিলের নোংড়া আবর্জনায় অতিষ্ট আমরা সকলেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জমিতে নয়! বেহাল রাস্তায় ধান রোপণ করলেন গ্রামবাসীরা!
তার উপর আবার এখন এই পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। যার ফলে জমিতে এক হাঁটু জল জমে আছে। দুবার ধান রোপণ করা হয়েছে। ধান নষ্ট হয়ে গেছে। তবে এবার ফের ধান রোপণ করার মত আর ক্ষমতা বা টাকা নেই।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
August 20, 2022 7:06 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: চাষের জমির ওপর দিয়ে গেইল ইন্ডিয়ার পাইপ লাইন! ক্ষুব্ধ চাষীরা