Purba Bardhaman: জমিতে নয়! বেহাল রাস্তায় ধান রোপণ করলেন গ্রামবাসীরা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দেখলেই মনে হতে পারে চাষিরা হয়তো জমিতে ধান রোয়ার কাজ করছেন, কিন্তু না চাষিরা মাঠের কোনও জমিতে ধান রোপণ করছেন না, ধান রোপণ করছেন গ্রামের প্রধান রাস্তায়।
#পূর্ব বর্ধমান : দেখলেই মনে হতে পারে চাষিরা হয়তো জমিতে ধান রোয়ার কাজ করছেন, কিন্তু না চাষিরা মাঠের কোনও জমিতে ধান রোপণ করছেন না, ধান রোপণ করছেন গ্রামের প্রধান রাস্তায়। রাস্তাটি হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্ৰাম পূর্ব পড়ার রাস্তা। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এই রাস্তা। পাকা রাস্তা তৈরি হওয়ার জন্য সরকারি বোর্ড লাগানো রয়েছে। তবে প্রায় ৯ মাস হয়ে গেল করুই গ্ৰাম পঞ্চায়েত পাকা রাস্তা তৈরি করার কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ নতুন গ্ৰাম পূর্ব পড়ার বাসিন্দাদের।
বৃষ্টি হলেই সেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। তাই পাকা রাস্তার দাবিতে খারাপ রাস্তায় ধানের বীজ লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্ৰামের মানুষজন। পঞ্চায়েত তরফ থেকে নতুন গ্ৰাম পূর্ব পড়ায় পাকা রাস্তা না করা হলে আগামীদিনে পথ অবরোধ করে বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দিলেন গ্ৰামের মানুষেরা।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় ধান পুঁতে অভিনব বিক্ষোভ
গ্রামবাসীদের দাবি, বারবার প্রশাসনকে জানানো হলেও বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি। তাই প্রতিবাদ জানাতে তাঁরা ধান রোপণ করলেন গ্রামের রাস্তায়। শতাধিক মানুষ এদিন গ্রামের রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদে সামিল হন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আশা কর্মীর চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ!
নতুন পাড়ার স্থানীয় বাসিন্দা সিরাজুল শেখ সৌওব শেখরা বলেন, নয় মাস আগে পঞ্চায়েত থেকে বোর্ড লাগানো হয়েছে। পাকা রাস্তা তৈরি হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত কথা মত স্থানীয়রা সকলে ১০০ টাকা করে দিয়ে রাস্তায় মাটিও ফেলে দেয়। তবে তারপর এখনও কাজ শুরু হয়নি। পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
August 19, 2022 3:13 PM IST