Purba Bardhaman: কার্জন গেটের দু'ধারে রাজা ও রানীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বর্ধমানের ঐতিহ্য কার্জনগেটের দুই ধারে উন্মোচন রাজা বিজয় চাঁদ মহাতাব এবং মহারানী রাধারানীর মহাতাবের পূর্ণবয়ব মূর্তি।
#পূর্ব বর্ধমান : বর্ধমানের ঐতিহ্য কার্জনগেটের দুই ধারে উন্মোচন রাজা বিজয় চাঁদ মহাতাব এবং মহারানী রাধারানীর মহাতাবের পূর্ণবয়ব মূর্তি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগেই কার্জন গেটের দুধারে বসল রাজা ও রানীর মূর্তি। মূলত রাজা রানীর মূর্তি বসানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বাধা সৃষ্টি হয়েছিল সম্প্রতি। তবে সব বাধাকে কাটিয়ে অবশেষে উম্মোচন হল মূর্তি। মহাসমারোহের মধ্যে দিয়ে রাজা ও রানীর পূর্ণবয়ব মূর্তি বসানো হল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্যরা, উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রদীপ মজুমদার ও বিধায়কগণ।
রাজা রানীর মূর্তি উন্মোচনের পর বর্ধমানবাসী কার্জনগেট চত্বরে ভিড় জমান এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এদিন কার্জন গেটে ভিড় ছিল চোখে পড়ার মতো। ১৯০৫-এ বঙ্গভঙ্গের সিদ্ধান্তের জন্য আম বাঙালির কাছে কুখ্যাত হয়ে উঠেছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন ১৮৯৯ সাল থেকে ছয় বছর ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ! প্রতিবাদে তুমুল বিক্ষোভ
১৯০৩ সালে লর্ড কার্জন এসেছিলেন বর্ধমানে, তাঁকে সম্মান জানাতে রাজা বিজয় চাঁদ মহাতাব এই কার্জন গেট সৌধটি তৈরি করেন যা আজও কার্জন গেট নামে পরিচিত। বর্ধমান শহরে এখনও দৃঢ় চিত্তে দাঁড়িয়ে রয়েছে ১১৯ বছরের কার্জন গেট। আর সেই কার্জন গেটের দুদিকে এবার বসানো হল বর্ধমানের রাজা ও রানীর পূর্নাবয়ব মূর্তি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চাষের জমির ওপর দিয়ে গেইল ইন্ডিয়ার পাইপ লাইন! ক্ষুব্ধ চাষীরা
এ প্রসঙ্গে বিধায়ক খোকন দাস বলেন, রাজা বিজয়চাঁদ মহাতব ও রানী রাধারানী মহাতবের মূর্তি স্থাপন করা হল। গত চার মাস ধরে শহরে সৌন্দর্যায়ণের কাজ চলছে। সেই সৌন্দর্যের একটা অঙ্গ করে তুলতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে। এই বর্ধমান শহরে মহারাজের অবদান অনেক। সেই ইতিহাস যাতে শহরবাসীরা ভুলে না যান তার জন্যই কার্নিভালকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উদ্যোগ।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
August 22, 2022 6:05 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: কার্জন গেটের দু'ধারে রাজা ও রানীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন