আরও পড়ুন: আবাস দুর্নীতি নিয়ে পোস্টার
পূর্ব বর্ধমানের এই হাইস্কুলে পঞ্চায়েত ভোটের আগে থেকে এসে শিবির গড়ে কেন্দ্রীয় বাহিনী। এখনও সেখানেই আছে। এর ফলে দিনের পর দিন ক্লাস বাতিল হয়ে যাচ্ছে পড়ুয়াদের। ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় ক্ষুব্ধ অভিভাবকরা। বাপি মণ্ডল নামে এক অভিভাবক বলেন, ভোটের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী এখনও থাকায় প্রায় ২০ দিন হতে চলল ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে না। অথচ এলাকার অন্যান্য স্কুলে পড়াশোনা চলছে। ফলে বিশ্বরম্ভা বিদ্যাপীঠের পড়ুয়ারা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ ওই অভিভাবকের। এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন, আদালত যদি কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ আরও বাড়িয়ে দেয় তবে কি সারা জীবনের জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবে ছেলেমেয়েদের?
advertisement
এই প্রসঙ্গে বিশ্বরম্ভা বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কেন্দ্রীয় বাহিনী যে এতোদিন থাকবে সেটা শুরুতে বলা হয়নি। আদালত বাহিনীর থাকার মেয়াদ বৃদ্ধি করাতেই সমস্যা হয়েছে বলে জানান তিনি। এদিকে স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় পর্যাপ্ত ক্লাস হয়নি। তাই পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। সব মিলিয়ে ভোটের হানাহানির জেরে লেখাপড়ার পরিস্থিতিটা বেশ গোলমেলে।