TRENDING:

East Bardhaman News: মোবাইলের সন্ধানে দশম শ্রেণির ছাত্রীর দেহ তল্লাশি সহপাঠীদের, পূর্বস্থলীর স্কুলে 'র‍্যাগিং' বিতর্ক

Last Updated:

যাদবপুর কাণ্ডের ছায়া পূর্বস্থলীর স্কুলে। মোবাইল ফোন খোঁজার নামে দশম শ্রেণির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: স্কুলে মোবাইল নিয়ে এসেছে বলে সন্দেহ হয় সহপাঠীদের। এরপর শিক্ষিকার সামনেই দশম শ্রেণির ওই ছাত্রীর তল্লাশি শুরু হয়। ব্যাগ থেকে শুরু হলেও সেখানে কিছু না পেয়ে তার শরীরের একাধিক অংশে হাত দিয়ে তল্লাশি চালানো হয় বলে পরিবারের অভিযোগ। পূর্বস্থলীর এক গার্লস স্কুলের এই ঘটনায় নতুন করে র‍্যাগিংয়ের অভিযোগ উঠতে শুরু করেছে।
advertisement

আরও পড়ুন: হারিয়ে যাবে দেশের এই পুরনো খেলা? আশা দেখাচ্ছে এক ঝাঁক তরুণী

এই ঘটনা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানিয়েছেন ওই নাবালিকার অভিভাবকরা। তাঁদের দাবি, মেয়ে স্কুলে মোবাইল নিয়ে গিয়েছে এই সন্দেহ ছয় সহপাঠী সেকেন্ড পিরিয়ডের পর থেকে শুরু করে শেষ পিরিয়ড পর্যন্ত বিভিন্নভাবে তার দেহ তল্লাশি করে। এমনকি আপত্তিজনকভাবে তার দেহের একাধিক জায়গায় হাত দেওয়া হয় বলে অভিযোগ। গোটাটাই এক শিক্ষিকার সামনে হয়েছে বলে পরিবারের দাবি। তাঁদের মতে এটাও র‍্যাগিংয়ের ঘটনা। পূর্বস্থলীর এই ঘটনা যাদবপুর কাণ্ডের স্মৃতি মনে পড়িয়ে দিচ্ছে অনেককে। জানা গিয়েছে এই ঘটনার পর থেকেই স্কুলে আসতে ভয় পাচ্ছে ওই ছাত্রীটি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্কুলে প্রধান শিক্ষিকাকে অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি তাঁরা মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইনেও জানাবেন বলে ওই ছাত্রীর অভিভাবকরা জানিয়েছেন। এমনকি পূর্বস্থলী থানাতেও এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন তাঁরা। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষিকার র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, র‍্যাগিংয়ের মতো বিষয় ঘটেনি। দিদিমনির অনুপস্থিতিতে মোবাইল ফোন নিয়ে একটি ঘটনা ঘটেছিল। যদিও পরে গিয়ে দিদিমণি সেটির সমাধান করে দেন। বিষয়টি মিডিয়ার কাছে তুলে ধরায় তিনি ওই অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, তবে কি স্কুলকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে?

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: মোবাইলের সন্ধানে দশম শ্রেণির ছাত্রীর দেহ তল্লাশি সহপাঠীদের, পূর্বস্থলীর স্কুলে 'র‍্যাগিং' বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল