Uttar Dinajpur News: হারিয়ে যাবে দেশের এই পুরনো খেলা? আশা দেখাচ্ছে এক ঝাঁক তরুণী
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এক ঝাঁক তরুণীকে নিয়ে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের ইটাহারে
উত্তর দিনাজপুর: কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি? মাঝে মাঝেই শোনা যায় এই প্রশ্ন। কারণ কবাডি খেলা ঘিরে গ্রাম বাংলায় আগের সেই উন্মাদনা আর নেই। অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কবাডি। কিন্তু কাউকে এখন আর দেখা যায় না এই খেলা খেলতে। তবে আশার আলো দেখাচ্ছে ইটাহারের এক ঝাঁক তরুণী।
ইটাহারে আয়োজিত হল কবাডি টুর্নামেন্ট। তাদের হাত ধরে ফিরল পুরনো খেলার স্মৃতি। এই জমজমাট কবাডি খেলা ঘিরে টানটান উত্তেজনা দেখা দেয়। এদিন ১০ টি দলে ভাগ হয়ে ১৬০ জন কিশোরী এই কবাডি প্রতিযোগিতায় অংশ নেন। উত্তর দিনাজপুর জেলা সিনির উদ্যোগে ইটাহার হাইস্কুল মাঠে মহিলা দলের কবাডি খেলার আয়োজন করা হয়।
advertisement
advertisement
এই দিনের মহিলা কবাডি খেলায় জেলার ১০ টি কন্যাশ্রী কবাডি দল অংশ গ্রহণ করে। এদিন মাঠ প্রাঙ্গণে প্লেয়ার পরিচয়ের মাধ্যমে খেলার সূচনা হয়।এদিন সারাদিন মাঠ দাপালেন মহিলা কাবাডি প্লেয়াররা। সেই খেলা দেখতে ভিড় করল এলাকার মানুষ।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2023 7:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: হারিয়ে যাবে দেশের এই পুরনো খেলা? আশা দেখাচ্ছে এক ঝাঁক তরুণী









