TRENDING:

Purba Bardhaman News: অভিনব উদ্যোগ! গাছ আর সাইকেলকে ভাইফোঁটা দিলেন বোনেরা

Last Updated:

ভাঁইফোটার দিন বোন আর দিদিরা ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করে। সব রকম বিপদ বিঘ্ন পেরিয়ে যাতে দীর্ঘমেয়াদী হয় তাদের আয়ু তার জন্য প্রার্থনা করে যমের দুয়ারে কাঁটা ফেলে ভাইকে ফোঁটা দেওয়া হয় এইবার সেই প্রথাকেই ভর করে গাছ আর সাইকেল কে ফোঁটার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ভাঁইফোটার দিন বোন আর দিদিরা ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করে। সব রকম বিপদ বিঘ্ন পেরিয়ে যাতে দীর্ঘমেয়াদী হয় তাদের আয়ু তার জন্য প্রার্থনা করে যমের দুয়ারে কাঁটা ফেলে ভাইকে ফোঁটা দেওয়া হয় এইবার সেই প্রথাকেই ভর করে গাছ আর সাইকেল কে ফোঁটার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি, হঠাৎ এমন উদ্যোগ কেন?
advertisement

আয়োজকদের মতে, যথেচ্ছাচারে গাছ কাটা চলছে চারদিকে , পরিবেশের দিকে খেয়াল নেই একেবারেই, সেই গাছকেই ভাইয়ের মতন ভালোবেসে আগলে রাখতেই গাছের দীর্ঘায়ু কামনায় ফোঁটা, গাছের আয়ু বাড়লে তবেই বাড়বে পৃথীবীর আয়ু মত আয়োজকদের, অপরদিকে সাইকেল কে ফোঁটা দেওয়ার ব্যাপারে তাদের বক্তব্য দূষণহীন যান হিসাবে ভুলতে বসেছে সাইকেলকে।

আরও পড়ুনঃ ভাইফোঁটায় সম্প্রীতির বার্তা শহর বর্ধমানে

advertisement

কলকাতা সহ বহু জায়গার বহু রাস্তায় সাইকেল চালালে এখন পুলিশ জরিমানা পর্যন্ত করে, যদিও বর্ধমানে এমন ঘটনা ঘটেনি কিন্তু কলকাতায় একাধিক নজির আছে এ নিয়ে, কম দূরত্বের যাত্রা সাইকেলে না গিয়ে মোটরচালিত গাড়ি ব্যবহারের আধিক্য বাড়ছে, সাইকেলের আয়ু শেষের দিকে দেশের না না প্রান্তে, সেই সাইকেল কে বাঁচিয়ে রাখতে, সাইকেল যাত্রার স্বভাবের দীর্ঘযাত্রা বাঁচিয়ে রাখতে সাইকেলকে ফোঁটা দিল এই সংগঠনের মহিলা সদস্যরা।

advertisement

View More

আরও পড়ুনঃ আতশবাজির বিরুদ্ধে আলো সজ্জিত সাইকেল র‍্যালি বর্ধমানে

তারা বলেন সাইকেলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা পরিবেশ বাঁচানোরই এক অংশ ,তাদের ক্লাবের বার্তা  "গাছ সাইকেল পরিবেশ, তিনে হোক মননিবেশ" সাইকেল যাতে লুপ্ত প্রায় না হয় তাই এই উদ্যোগ। এদিন ঘরে ঘরে ভাইফোঁটার দৃশ্য চোখে পড়েছে সর্বত্র। আর তারই মধ্যে পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোডে দেখা গেল এই অনন্য চিত্র। বাড়ির ভাইকে নয় গাছ ও সাইকেলকে ভাইফোঁটা দিতে দেখা গেল মহিলাদের। যা নজির গড়ল বর্ধমান জেলায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: অভিনব উদ্যোগ! গাছ আর সাইকেলকে ভাইফোঁটা দিলেন বোনেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল