Purba Bardhaman News: আতশবাজির বিরুদ্ধে আলো সজ্জিত সাইকেল র‍্যালি বর্ধমানে

Last Updated:

প্রতি বছরই এই সময় আতসবাজির ও বায়ু দূষণের বিরুদ্ধে সারা দেশ জুড়ে "সাইকেল with লাইটস" ইভেন্টের আয়োজন করা হয়। এই বছর তারই অংশ হিসাবে বর্ধমান শহরের চারটি আলাদা জায়গা থেকে আয়োজিত হল এই সান্ধ্য সাইকেল যাত্রা।

+
title=

#পূর্ব বর্ধমান : প্রতি বছরই এই সময় আতসবাজির ও বায়ু দূষণের বিরুদ্ধে সারা দেশ জুড়ে "সাইকেল with লাইটস" ইভেন্টের আয়োজন করা হয়। এই বছর তারই অংশ হিসাবে বর্ধমান শহরের চারটি আলাদা জায়গা থেকে আয়োজিত হল এই সান্ধ্য সাইকেল যাত্রা। পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে , কালনা গেট থেকে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত র‍্যালিতে যোগ দেয় বি.আর.এম.সি. ক্লাবের সদস্যরা। প্রায় দুশো সদস্য কোর্ট কম্পাউন্ডের নেতাজি মূর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু করে পারবীরহাটা, শাঁকাড়ি পুকুর, সর্বমঙ্গলা মন্দির হয়ে জেলা গ্রন্থাগার মাঠে এই র‍্যালি শেষ হয়।
এরই মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ায় সে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয় শহর বর্ধমান। শয়ে শয়ে সাইকেল এগিয়ে চলে লাইট সজ্জিত হয়ে শব্দ বাজীর বিরুদ্ধে স্লোগান তুলে। উপস্থিত ছিলেন বিধায়ক নিশিত কুমার মালিক। বর্ধমান শহর ছাড়াও ৪টি ব্লকেও এই যাত্রা আয়োজিত হয়। জামালপুরে সাদিপুর অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা সইকেল নিয়ে রাস্তায় নামেন। মেমারীতে আঁচল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রাস্তায় নামে সাইকেল নিয়ে।
advertisement
advertisement
বর্ধমান দুই নম্বর ব্লকের বড়শূলে বড়শূল ক্রিকেট অ্যাকাডেমির ছাত্রছাত্রীরাও সাইকেল চালায় রাস্তায়। বাদ যায়নি গঙ্গাপারের শহর কাটোয়াও। সেখানকার বহু মানুষ সাইকেলে লাইট লাগিয়ে প্রচারে এগিয়ে আসে বাজী বন্ধে। এদিন এই লাইট সজ্জিত সাইকেল র‍্যালি দেখতে রাস্তার দুপাশে ভিড় করে বহু মানুষ। এই সাইকেল র‍্যালির প্রশংসা করেন অনেকে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আতশবাজির বিরুদ্ধে আলো সজ্জিত সাইকেল র‍্যালি বর্ধমানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement