Purba Bardhaman News: ভাইফোঁটায় সম্প্রীতির বার্তা শহর বর্ধমানে

Last Updated:

ভ্রাতৃ দ্বিতীয়ায় ভাইফোঁটার আয়োজন হয়েছে জোর কদমে। আর এরইমধ্যে বর্ধমান শহরের সদরঘাট রোডের ম্যালেরিয়া মোড়ে কয়েকজন যুবক যুবতীর উদ্যোগে আয়োজিত হল গণ ভাইফোঁটা। এই ভাই-ফোঁটায় সৃষ্টি হল নজির।

+
title=

#পূর্ব বর্ধমান : ভ্রাতৃ দ্বিতীয়ায় ভাইফোঁটার আয়োজন হয়েছে জোর কদমে। আর এরইমধ্যে বর্ধমান শহরের সদরঘাট রোডের ম্যালেরিয়া মোড়ে কয়েকজন যুবক যুবতীর উদ্যোগে আয়োজিত হল গণ ভাইফোঁটা। এই ভাই-ফোঁটায় সৃষ্টি হল নজির। ধর্মান্ধতার উর্ধে উঠে এই ৫০ জনের ভাইফোঁটাকে আক্ষরিক অর্থেই সম্প্রীতির অনন্য নজিরে পরিণত করলেন। ফোটা দিয়ে একে অপরের দীর্ঘায়ু কামনায় ব্রতী হলেন বোনেরা ৷ সঙ্গে ছিল দেদার খাওয়া দাওয়া। এই মঞ্চে হাজির করা হয়েছিল বেচারহাট শ্মশানতলা, মল্লিক পুকুর, গোলাহাট ও নতুন কলোনির ৫০ জন বর্ষীয়ান, অবহেলিত মানুষ।
আয়োজকরা তাদের বাড়ি থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত নিয়ে আসা ও নিয়ে যাওয়ায় ব্যবস্থাও করেছিলেন। এঁদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। কেউ বয়সের ভারে কোনও কাজই করতে পারেন না। কয়েকজন দিনমজুর, শ্রমিকের কাজ করেন। দু’জন এসেছিলেন যাঁদের চলাফেরার শক্তিও ঠিক ছিল না। কিন্তু তাঁরা শারীরিক মানসিক কষ্টকে দূরে সরিয়ে ভাইফোঁটায় হাজির হলেন। হাজির ছিলেন একজন ক্যান্সার আক্রান্তও। গড়ে উঠল সম্প্রীতির নজির।
advertisement
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! গাছ আর সাইকেলকে ভাইফোঁটা দিলেন বোনেরা
সৌভ্রাতৃত্বের বন্ধনে মিলে গেল সকল সম্প্রদায় ভাতৃদ্বিতীয়ার লগ্নে। সব মিলে মিশে একাকার হয়ে গেল বর্ধমানের এই গণভাইফোঁটায়। অভিনব এই ভাতৃত্ব বন্ধন দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষজন। বর্ধমান শহরের আরামবাগ রোডে ম্যালেরিয়া মোড়ে অনুষ্ঠিত হয় এই অভিনব অনুষ্ঠানটি। সকলে এক জায়গায় একত্রিত হয়। তাদের জন্য ছিল সকালের জলখাবার। দুপুরে আহারে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মুরগির মাংস, চাটনি,পাপড়, রসোগোল্লা, ল্যাংচা ও ছানার জিলাপি।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ভাইফোঁটায় সম্প্রীতির বার্তা শহর বর্ধমানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement