শহরের শাঁখারি পুকুর এলাকার অগ্রদূত সংঘের মাঠে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সেলফ ডিফেন্স ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মার্শাল আর্ট কোচ রেনসি দেবাশিস কুমার মণ্ডল। যিনি ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট, এশিয়ান ক্যারাটে ফেডারেশনের জাজ এবং জুডো ও উশুতে এনআইএস ডিগ্রির অধিকারী। বর্ধমান ক্যারাটে ডো ফাউন্ডেশন আয়োজিত এই ওয়ার্কশপে বিনামূল্যে মেয়েদের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার প্রশিক্ষণ দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৯৫ জন এই শিবিরে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রী যেমন ছিল তেমনই চাকরিজীবী মহিলা ও গৃহবধূরাও এই শিবিরে অংশগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে সম্পর্ক সহজ করতে তৎপর বিএসএফ
আয়োজকদের পক্ষ থেকে জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব দেবাশিস মণ্ডল বলেন, ক্যারাটে সহ অন্যান্য মার্শাল আর্টসের কলাকৌশল বর্তমান সময়ে মেয়েদের শিখে রাখাটা অত্যন্ত জরুরি। আজকাল রাস্তাঘাটে নানান ভাবে আক্রান্ত হতে হচ্ছে তাদের। সেই সময় এই সেলফ ডিফেন্সের জ্ঞান মেয়েদের নিজেকে রক্ষা করতে সাহায্য করবে।
এমন একটি কর্মশালায় অংশ নিয়ে খুশি মহিলারা। তাঁরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু পুলিশ প্রশাসনের ভরসায় থাকলে চলবে না। রাস্তায় এমন অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন সবার আগে নিজেকে আত্মরক্ষা করার প্রয়োজন পড়ে। এই ধরনের কর্মশালা সেই আত্মরক্ষার উপযুক্ত করে গড়ে তুলতে সাহায্য করবে।