Nadia News: সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে সম্পর্ক সহজ করতে তৎপর বিএস‌এফ

Last Updated:

নদিয়ার মলুয়াপাড়া বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম। বিএসএফ এখানে মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি এলাকার চারটি স্কুলের শিশুদের হাতে বিশেষ উপহার তুলে দেয়।

+
title=

নদিয়া: প্রান্তিক এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ সীমান্ত রক্ষী বাহিনীর। বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ন সিভিক অ্যাকশন এবং মেডিকেল ক্যাম্প আয়োজন করল মলুয়াপাড়ায়। এখানকার জিএসএফ প্রাইমারি স্কুলের মাঠে এই ক্যাম্প আয়োজিত হয়। প্রায় ২৫০ এলাকাবাসী ক্যাম্পে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধ রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেয় বিএসএফ।
রবিবার সকাল সাড়ে দশটায় এই ক্যাম্প শুরু হয়। চলে দুপুর দুটো পর্যন্ত। নদিয়ার মলুয়াপাড়া বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম। বিএসএফ এখানে মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি এলাকার চারটি স্কুলের শিশুদের হাতে বিশেষ উপহার তুলে দেয়।
advertisement
মলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া হাই স্কুল, হুদুপারা প্রাইমারি এবং লওয়াপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। স্কুল ব্যাগ সহ পড়াশোনার নানান প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হয়। পাশাপাশি এই চারটি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে খেলার নানান সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এক দুঃস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।
advertisement
সীমান্ত রক্ষী বাহিনীর এই সামাজিক কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে বিএসএফের যোগাযোগ আরও নিবিড় হয়ে উঠবে। যার ফলে সীমান্তে চোরাচালান ঠেকানো সহজ হবে।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে সম্পর্ক সহজ করতে তৎপর বিএস‌এফ
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement