TRENDING:

Purba Bardhhaman News: ফের মরশুমি ফুলের চাহিদা বাড়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে

Last Updated:

শীত বাড়তেই জমে উঠেছে মরশুমি ফুলের চারা বিক্রি। নানা জাতের ফুলের পসারা নিয়ে হকাররা ছুটছেন গৃহস্থবাড়ির দরজায়, অথবা পশরা সাজিয়ে বসছে জনবহুল এলাকায়। পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বেশি মরশুমি ফুলের চারা উৎপাদন হয় পূর্বস্থলী দই নং ব্লক জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : শীত বাড়তেই জমে উঠেছে মরশুমি ফুলের চারা বিক্রি। নানা জাতের ফুলের পসারা নিয়ে হকাররা ছুটছেন গৃহস্থবাড়ির দরজায়, অথবা পশরা সাজিয়ে বসছে জনবহুল এলাকায়। পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বেশি মরশুমি ফুলের চারা উৎপাদন হয় পূর্বস্থলী দই নং ব্লক জুড়ে। চারদিক খোলা জমিতে মরশুমি গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলা্প , দোপাটি, ডালিয়া সহ নানা প্রজাতির ফুল গাছের চাষ হয় এখানে। বিভিন্ন জেলার হকার আসছেন পলাশপুলি, পূর্বস্থলী, শিবতলা, বেলগাছি , পারুলিয়া, ফলেয়া, বিভিন্ন কৃষিজমিতে। সরাসরি মাঠ থেকে ফুলের চারা সংগ্রহ করাই হকাদের মুল লক্ষ্য।
advertisement

ফলে দামেও কম পাচ্ছেন তারা। এরপর ট্রেন অথবা সড়ক পথে পূর্বস্থলীর ফুলের চারা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জেলায় বিক্রির জন্য । বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন পূর্বস্থলীতে। বিগত কয়েক বছর ধরেই পূর্বস্থলীতে নানা জেলা থেকে অনেকেই আসেন ফুলের চারা কিনতে । আর সেইসব ফুল ও ফলের চারা নিজের নিজের এলাকায় গিয়ে পাইকারি দরে বিক্রি করেন হকাররা ।

advertisement

আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বর্ধমান শহরে

যদিও করোনা আবহ ফুলেরই বেচাকেনাতে ভাটা পড়েছিল । তবে চলতি বছরে করোনা বহু কাটিয়ে সবকিছু ফুলের বেচা কেন ফিরেছে স্বাভাবিক ছন্দে । তাই এবছর মুখে হাসি ফুটেছে মরশুমি ফুলচাষিদের । গত দুবছর চারা বিক্রির তেমন বাজার ছিল না । করোনা আতঙ্কে গৃহস্থরাও ফুলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন । তবে এ বছর সবকিছুই রয়েছে স্বাভাবিক। ফুলের চারাও বিক্রিও চলছে দেদার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhhaman News: ফের মরশুমি ফুলের চাহিদা বাড়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল