ফলে দামেও কম পাচ্ছেন তারা। এরপর ট্রেন অথবা সড়ক পথে পূর্বস্থলীর ফুলের চারা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জেলায় বিক্রির জন্য । বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন পূর্বস্থলীতে। বিগত কয়েক বছর ধরেই পূর্বস্থলীতে নানা জেলা থেকে অনেকেই আসেন ফুলের চারা কিনতে । আর সেইসব ফুল ও ফলের চারা নিজের নিজের এলাকায় গিয়ে পাইকারি দরে বিক্রি করেন হকাররা ।
advertisement
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বর্ধমান শহরে
যদিও করোনা আবহ ফুলেরই বেচাকেনাতে ভাটা পড়েছিল । তবে চলতি বছরে করোনা বহু কাটিয়ে সবকিছু ফুলের বেচা কেন ফিরেছে স্বাভাবিক ছন্দে । তাই এবছর মুখে হাসি ফুটেছে মরশুমি ফুলচাষিদের । গত দুবছর চারা বিক্রির তেমন বাজার ছিল না । করোনা আতঙ্কে গৃহস্থরাও ফুলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন । তবে এ বছর সবকিছুই রয়েছে স্বাভাবিক। ফুলের চারাও বিক্রিও চলছে দেদার।
Malobika Biswas