আরও পড়ুন: বন্দুকের পাহারায় পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে হচ্ছে ম্যানগ্রোভ চাষ! কিন্তু কেন?
কাটোয়ার এই বৈজ্ঞানিক মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদেয় উদ্ভাবনী ক্ষমতা দেখলে আপনি বিস্মিত হয়ে যাবেন। ব্যাটারি চালিত চার্জেবেল কলিং বেল, দূষণ মুক্ত অত্যাধুনিক মানের বোট যা নদীতে চললেও দূষণ ছড়াবে না, স্মার্ট গ্রিন সিটি, রেলওয়ে সেফটি সিস্টেম ইত্যাদি মানব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলির উপর মডেল তৈরি করে চমকে দিয়েছে ছাত্রছাত্রীরা। এগুলো বাস্তবে রূপায়িত হলে মানব সভ্যতার বহু উপকার হবে। কাটোয়ার এই মডেল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা, কাটোয়া ভারতী ভবন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়, সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দে-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে লায়ন্স ক্লাব অফ কাটোয়ার সভাপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, পড়ুয়াদের কথা ভেবেই এই উদ্যোগ। আগামী দিনে এটা আরও বড় আকারে আয়োজনের ইচ্ছে আছে। আমরা মনে করি প্রত্যেক শিশুর মধ্যেই উদ্ভাবনী শক্তি আছে, সহযোগিতা পেলে তার বহিঃপ্রকাশ ঘটে। প্রথাগত পাঠে ছাড়াও কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া প্রয়োজন। এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের সেই বিষয়ে আরও উৎসাহিত করবে।
এই মডেল প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি কাটোয়ার ছাত্র-ছাত্রীরা। এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাঁরা চান প্রতিবছর এমন প্রতিযোগিতার আয়োজন হোক।





