Sundarban News: বন্দুকের পাহারায় পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে হচ্ছে ম্যানগ্রোভ চাষ! কিন্তু কেন?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে বন্দুক পাহারায় হচ্ছে এক কোটি ম্যানগ্রোভ চাষ! সুন্দরবনের এই এলাকার ঘটনা শুনলে চমকে উঠবেন
সুন্দরবন: বাঘের ডেরায় ম্যানগ্রোভ চাষ। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সেখানকার সুন্দরী, গরান, গেঁওয়ার ম্যানগ্রোভ অরণ্য পৃথিবী বিখ্যাত। কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, বিশেষত পরের পর ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় তছনছ অবস্থা সুন্দরবনের। বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়ে আছে পৃথিবীর এই বৃহত্তম ব-দ্বীপ। এই বিপদ থেকে সুন্দরবনকে রক্ষা করতে হলে ঘন ম্যানগ্রোভ অরণ্য গড়ে তুলতে হবে বলে নিদান দিয়েছেন সকল বিশেষজ্ঞ। সেই লক্ষ্য পূরণেই পৃথিবীর সব থেকে বড় নার্সারিতে শুরু হয়েছে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ চাষ।
পৃথিবীর সবথেকে বড় নার্সারিটি অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মধ্যেই। বন দফতরের রায়গঞ্জ রেঞ্জের সুন্দরীকাটি ইকো কনজারভেশন ক্যাম্প বা আজমলমার- ৮ জঙ্গল ঘেঁষা এলাকায় এটি গড়ে উঠেছে। জায়গাটা সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের মুক্তাঞ্চল। সেই বাঘের ডেরাতেই সুন্দরী, গরান, গেঁওয়া, কাঁকড়া, বকুল বাণী ইত্যাদি বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের প্রায় এক কোটি চারা চাষ করা হচ্ছে। বন দ ফতর ঠিক করেছে সুন্দরবনকে বাঁচাতে এখানে চাষ করা এই এক কোটি ম্যানগ্রোভ চারাকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে রোপণ করা হবে। বন্দুকের পাহারাতে পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে এই ম্যানগ্রোভের চাষ হচ্ছে যাতে রয়েল বেঙ্গলের আক্রমণ থেকে কর্মীরা বাঁচতে পারেন।
advertisement
advertisement
এই নার্সারিতে বাঘের হানা থেকে বাঁচতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নার্সারির চারিদি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অত্যাধুনিক রাইফেল ও গলায় দূরবীন ঝুলিয়ে পাহারা দিচ্ছেন বনলক্ষীরা। তবে বাঘ হানা দিলেও সরাসরি তাকে গুলি করা হবে না। বরং শূন্যে গুলি ছুড়ে ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বনরক্ষীরা। তাতে কাজ না হলে বা কোনও কর্মী আক্রান্ত হলে তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban News: বন্দুকের পাহারায় পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে হচ্ছে ম্যানগ্রোভ চাষ! কিন্তু কেন?
