স্কুলের টাইম অর্থাৎ সকাল ১০ টা থেকে ১১ টা এবং স্কুল ছুটির সময় সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত স্কুলের সামনে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করার আবেদন করা হয় । এমনই দাবি থানায় জানান স্কুলের ছাত্রীদের ও শিক্ষিকারা। এক ছাত্রীর দাবি, স্কুলে আসার সময় কয়েকজন প্রায় প্রতিদিন বিরক্ত করে। বয়স্ক এবং যুবকরা আসে বাইকে চেপে, সকলেই হেলমেট পরে থাকে।
advertisement
আরও পড়ুনঃ অসাধারণ সিদ্ধান্ত নিল জেলা পুলিশ! জেনে নিন সেই বিষয়ে...
কখনও চুল টানা হয় তো কখনও গায়ে হাত দেওয়া হয়। শরীরে নানা জায়গায় হাত দেওয়া হচ্ছে। রাস্তা ফাঁকা থাকলেই এভবে বিরক্ত করা হচ্ছে। আর যদি কেউ দেখেও ফেলে তাতেও কেউ কিছুই বলে না। গত দু সপ্তাহ ধরে প্রায় একই ঘটনা ঘটছে।
আরও পড়ুনঃ দুঃস্থ পড়ুয়াদের আর্থিক সাহায্য করেন বর্ধমানের দিলীপ
এ বিষয়ে বর্ধমানের নিবেদিতা কন্যা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাগতা মণ্ডল বলেন , গত ৯ জুলাই লিখিতভাবে বর্ধমান থানায় বিষয়টি জানানো হয়েছিল। সমস্যার সমাধান হয়নি। আবার একই ধরনের ঘটনা ঘটেছে৷ তাই বাধ্য হয়ে নিরাপত্তার দাবিতে অভিভাবক ও ছাত্রীদের নিয়ে থানার দ্বারস্থ হতে হল।
Malobika Biswas