কেবলমাত্র রোগীর যে গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপের ডোনার আনলেই মিলছে রক্ত। তবে সেক্ষেত্রে রোগীর পরিজনদেরই আনতে হচ্ছে ডোনার।
এই প্রসঙ্গে আতাবুল মণ্ডল নামে এক রোগীর আত্মীয় জানান , ‘‘আমাকে আমার ডোনার নিয়ে এসে রক্ত দেওয়াতে হল। রক্ত এখানে নেই নিজেদেরকে ডোনার নিয়ে এসে রক্তের ব্যবস্থা করতে হচ্ছে। ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সেম গ্রুপ ছাড়া অন্য গ্রুপের ডোনার আনলেও রক্ত পাওয়া যাচ্ছেনা ।’’
advertisement
একই গ্রুপে ডোনার না খুঁজে পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন কালনা মহকুমা হাসপাতাল থেকে। ফলে কার্যত ব্যাপক সমস্যায় পড়েছেন কালনা হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনেরা। কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক সূত্রে জানা যায়, গত মাসে বেশ কিছু রক্তদান ক্যাম্পের ডেট বাতিল হয়েছে৷ প্রধানত কয়েকদিন আগে শেষ হওয়া পঞ্চায়েত ভোটের কারণে সেই ক্যাম্পগুলো হয়নি। সেই কারণেই হচ্ছে এই রক্ত সংকট।
একই সঙ্গে চলতি মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পগুলি হলেই রক্ত সংকট মিটবে বলে জানিয়েছেন কালনা হাসপাতাল কর্তৃপক্ষ।
Bonoarilal Chowdhury