TRENDING:

Purba Bardhaman News: ব্লাডব্যাঙ্কের ভাঁড়ার শূন্য, রক্তের যোগান দিতে রোগীর আত্মীয়রা অকূল পাথারে

Last Updated:

Purba Bardhaman News: কেবলমাত্র  রোগীর যে গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপের ডোনার আনলেই মিলছে রক্ত। তবে সেক্ষেত্রে রোগীর পরিজনদেরই আনতে হচ্ছে ডোনার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: তীব্র রক্ত সংকটে ভুগছে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালেপ ব্লাড ব্যাংক । কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে সবমিলিয়ে মাত্র দুই ইউনিট রক্ত পড়ে রয়েছে। আটটি গ্রুপের মধ্যে কেবলমাত্র বি পজেটিভ এক ইউনিট এবং এ নেগেটিভ এক ইউনিট রক্ত রয়েছে। বাকি যে সকল রক্তের গ্রুপ রয়েছে তার মধ্যে একটি গ্রুপেরও রক্ত নেই ।
advertisement

কেবলমাত্র রোগীর যে গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপের ডোনার আনলেই মিলছে রক্ত। তবে সেক্ষেত্রে রোগীর পরিজনদেরই আনতে হচ্ছে ডোনার।

এই প্রসঙ্গে আতাবুল মণ্ডল নামে এক রোগীর আত্মীয় জানান , ‘‘আমাকে আমার ডোনার নিয়ে এসে রক্ত দেওয়াতে হল। রক্ত এখানে নেই নিজেদেরকে ডোনার নিয়ে এসে রক্তের ব্যবস্থা করতে হচ্ছে। ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সেম গ্রুপ ছাড়া অন্য গ্রুপের ডোনার আনলেও রক্ত পাওয়া যাচ্ছেনা ।’’

advertisement

View More

আরও পড়ুন –  15 Years old girl Toto Driver: শয্যশায়ী বাবা, পরিবারের হাল ধরতে ১৫ বছরের মেয়ে টোটো নিয়ে রাস্তায়, খবর ভাইরাল হতেই …

একই গ্রুপে ডোনার না খুঁজে পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন কালনা মহকুমা হাসপাতাল থেকে। ফলে কার্যত ব্যাপক সমস্যায় পড়েছেন কালনা হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনেরা। কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক সূত্রে জানা যায়, গত মাসে বেশ কিছু রক্তদান ক্যাম্পের ডেট বাতিল হয়েছে৷ প্রধানত কয়েকদিন আগে শেষ হওয়া পঞ্চায়েত ভোটের  কারণে সেই ক্যাম্পগুলো হয়নি। সেই কারণেই হচ্ছে এই রক্ত সংকট।

advertisement

একই সঙ্গে চলতি মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পগুলি হলেই রক্ত সংকট মিটবে বলে জানিয়েছেন কালনা হাসপাতাল কর্তৃপক্ষ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ব্লাডব্যাঙ্কের ভাঁড়ার শূন্য, রক্তের যোগান দিতে রোগীর আত্মীয়রা অকূল পাথারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল