এবার সেই প্যারেডে অংশ নিল পূর্ব বর্ধমানের ৫০ জন ঢাকী এবং ২০ জন বাউল শিল্পী। স্বাধীনতা দিবসের মতো দিনে রেড রোডের মতো একটি বড় মঞ্চে জেলার শিল্পীদের ডাক আসায় খুশি এবং আপ্লুত শিল্পী থেকে শুরু করে জেলার মানুষজন।
আরও পড়ুনঃ একটি স্মৃতি ফলক ছাড়া কিছুই নেই, আজও নিজের জন্মভিটেতেই যোগ্য সম্মান পাননি বিপ্লবী রাসবিহারী বসু
advertisement
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় রেড রোডের এই অনুষ্ঠানের জন্য পাড়ি দিয়েছে পূর্ব বর্ধমানের এই শিল্পীরা।
প্রসঙ্গত, রাজ্যের লোকশিল্পীদের মান্যতা দেওয়ার জন্য এক প্রয়াস শুরু করেছিল রাজ্য সরকার। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা এবং সেই সঙ্গে তাদের একটি করে সরকারি কার্ড এবং সরকারি খাতায় নাম নথিভুক্তকরণের পদ্ধতি শুরু করেছিল বর্তমান রাজ্য সরকার।
তাদের সেই উদ্যোগের আওতায় লোকশিল্পী হিসেবে নাম নথিভুক্ত হয়েছে জেলার তথা রাজ্যের বহু শিল্পীর। সেই রকমই পূর্ব বর্ধমানের একদল লোকশিল্পী স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করল রেড রোডের প্যারেডে।