TRENDING:

Purba Bardhaman News: সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা

Last Updated:

সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায়, ক্ষোভ জানিয়েছেন পূর্বস্থলীর বাসিন্দারা। অভিযোগ, দু মাস আগে স্থানীয় এক বাসিন্দা, বালি বোঝাই গাড়ি দিয়ে পরিযায়ী আবাসের প্রাচীর ভেঙে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায়, ক্ষোভ জানিয়েছেন পূর্বস্থলীর বাসিন্দারা। অভিযোগ, দু মাস আগে স্থানীয় এক বাসিন্দা, বালি বোঝাই গাড়ি দিয়ে পরিযায়ী আবাসের প্রাচীর ভেঙে দেয়। তারপর থেকে আজও ব্লক প্রশাসনের তরফে মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এতেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। প্রধানত, শীত মরসুমে চুপির ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখিদের দেখতে ভিড় জমান পর্যটকরা। পূর্বস্থলীকে পর্যটন কেন্দ্রের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের জন্য পরিযায়ী আবাস, অতিথী নিবাস, কর্টেজ গড়ে তোলা হয়েছে।
advertisement

পরিযায়ী পাখি দেখতে এসে, পর্যটকরা রাত্রিবাস করতেন এই পরিযায়ী আবাসে। কিন্তু বর্তমানে সেটা আর নিরাপদ স্থান নয়। পর্যটকরাও সেখানে রাত্রি বাসের ঝুঁকি নিচ্ছেন না। অনলাইনের মাধ্যমে এই ঘর ভাড়া নিতে দেড় হাজার টাকা করে দিতে হয় । পর্যটক না আসার ফলে, পরিত্যক্ত অবস্থার মধ্যেই পরে রয়েছে কাষ্ঠশালীর সরকারি পরিযায়ী আবাস। ক্রমশই ঝোপ জঙ্গলে গ্রাস করছে এই আবাসটিকে।

advertisement

আরও পড়ুনঃ শিকারের উদ্দেশ্যে এসে দুজনকে কামড় শিয়ালের, পরে গ্রামবাসীদের মারে নিহত

এ বিষয়ে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দময়ী হালদার বলেন, আবাসের পাশে বালি রাখা রয়েছে। মৌখিক ভাবে বলা হয়েছে তবে এখনও সরানো হয়নি বালি গুলি। তাই বিডিও কে জানানো হয়েছে। ঘটনায় উপযুক্ত ব্যাবস্থা নেবে প্রশাসন। এই বালি রাখার ফলে প্রাচীর ভেঙ্গে যাচ্ছে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে পর্যটকরা আসবে না আর। বন জঙ্গলে ভরে গেছে এই সরকারি পর্যটন আবাসনটি। সেদিকেও নজর দেওয়া হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল