TRENDING:

Purba Bardhaman: একাধিক জায়গায় বৃষ্টি, অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই জেলাবাসীর!

Last Updated:

প্রতিদিন সকালে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে শ্রাবণ মাসটাও বৃষ্টি শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। একরাশ হতাশা যখন ধীরে ধীরে চাষীসহ জেলা কৃষি দফতরের অধিকর্তাদের গ্রাস করছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : প্রতিদিন সকালে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে শ্রাবণ মাসটাও বৃষ্টি শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। একরাশ হতাশা যখন ধীরে ধীরে চাষীসহ জেলা কৃষি দফতরের অধিকর্তাদের গ্রাস করছিল। ঠিক তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজল জেলার একাধিক জায়গা। আগষ্ট মাসের প্রথম দিন থেকেই জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আজ আগষ্ট মাসের চার তারিখ এই চার দিন জেলার একাধিক জায়গায় হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিতে যথেষ্ট স্বস্তি পেয়েছন সাধারণ মানুষসহ পশুপাখিরা ও। খুশি চাষীরাও। গত কদিন ধরে শহর বর্ধমানে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল এবং আদ্রতার জেরে অস্বস্তি কর পরিস্থিতিতে পৌঁছেছিল সাধারণ মানুষ। তাই এই বৃষ্টিতে যথেষ্ট উপকৃত সাধারণ মানুষ। তবে একই গতিতে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার ফলে বহু জায়গায় চাষের জমির আলের ক্ষতি হয়েছে।
advertisement

ধানের চারা রোপণ করতে যাওয়া কৃষকরা জমি থেকে উঠে আসতে বাধ্য হয়। ধানের চারা পড়ে থাকে মাঠে। মাঠের ধারে থাকা কৃষিজমি ও পুকুর মিলেমিশে একাকার হয়ে যায়। তবে এসবের পরও বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছেন চাষীরা। স্বস্তি পেয়েছে কৃষি দফতর।

আরও পড়ুনঃ ১৩ দফা দাবিতে বিএমওএইচের দফতরে আশাকর্মীরা

advertisement

স্থানীয় কৌস্তব আহম্মেদ বা রাকেশরা বলেন, পুরো জুলাই মাসটা খরা ছিল, বৃষ্টি হওয়ায় সত্যি খুব উপকার হল। চাষবাসের যেমন সুবিধা হল তেমনই সাধারণ মানুষেরও একটু স্বস্তি মিলল। প্রচন্ড গরমে হাসফাঁস করছেন সকলেই।

View More

আরও পড়ুনঃ এবার কার্জন গেটে মহারাজা বিজয় চাঁদ মাহতাব ও তাঁর স্ত্রীর মূর্তি

advertisement

তাই এভাবে একদিন না, টানা বেশ কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয়। এখনও যা সময় বাকি রয়েছে বর্ষার তাতে কয়েকটা এরকম ভারি বৃষ্টি হলে চাষের ক্ষতি কিছুটা হলেও মেটানো সম্ভব বলে মনে করছেন জেলার কৃষিজীবীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: একাধিক জায়গায় বৃষ্টি, অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই জেলাবাসীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল