বর্ধমানের রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে দোল পূর্ণিমার দিনেই পূজো অর্চনা ও দোল উৎসব পালিত হয়, এবং তার পরের দিনেই রং খেলেন সকলে । বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় এই মন্দির অবস্থিত ,বহু প্রাচীন এই মন্দির ।
আরও পড়ুন - World Trade Centre: আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা মনে আছে তো, কলকাতাতেও এবার...
advertisement
এই রীতি রেওয়াজ এর কারণ হিসেবে এই মন্দিরের পুরোহিত উত্তম মিশ্রের কথায় জানা যায়-
আরও পড়ুন - Social Media Love Story: নেটমাধ্যমে আলাপ, সটান প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির যুবতী! ফিরলেন বিয়ে পাকা করে
দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে পুজো হয়, দোল উৎসব পালিত হয় । অনেকই এদিন ভিড় জমায় এই মন্দিরে। বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ এর মতে সেদিন দেব-দেবীর দোল উৎসব। দেবতাদের দোল উৎসব। তাই রাজার মতে দেবতাদের দোল উৎসব বলে , সাধারণ মানুষ একদিনে দোল খেলতে পারবে না । এখনও পর্যন্ত এই রীতি মেনে চলছে এই শহরের সকলেই।
বর্তমানে রাজা না থাকলেও এখনও শতাব্দী প্রাচীন এই প্রথা মেনেই রং খেলায় মেতে ওঠেন বর্ধমানবাসী।
Bonoarilal Chowdhury