শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটের পাশেই রাধানগর পাড়া ঢলদীঘি এখানেই রয়েছে একটি বাঙ্গালীআনায় ভরপুর রেস্তোরা। এখানে খাবার পরিবেশন কাসার থালা বাটিতে। দুর্গা পুজোকে মাথায় রেখে এই রেস্তোরা নিয়ে এল পুজো স্পেশাল থালি। মাছে ভাতে বাঙালির কথা মাথায় রেখেই এই স্পেশাল থালি নিয়ে এল রেস্তোরার কর্ণধার মলয় বাবু।
আরও পড়ুন - Viral Video: হায় কপাল! পা দিয়ে জাতীয় পতাকা তুললেন পাক ক্রিকেটার, লজ্জার ভিডিও ভাইরাল
advertisement
রেস্তোরায় পুজোর মেনু -চারদিনের কমন মেনু : ভাত, ডাল, বেগুনী, পাঁচমিশালী তরকারি, ডালনা, চাটনি, পাপর, মিষ্টি, সঙ্গে পায়েস এই ভেজ থালির সঙ্গে আপনি নিতে পারেন মাছের মধ্যে রুই, কাতলা, পাপদা, পমফ্রেট, চিংড়ি, ইলিশ। মাংসের মধ্যে চিকেন মটনও চাইলে নিতে পারেন পারেন।
অষ্টমীর স্পেশাল মেনু:লুচি , ছোলার ডাল, চাটনি, পায়েস, মিষ্টি
এবারের পুজোয় এই রেস্তোরাঁতে গেলেই আপনি ১৪৯ টাকায় পেয়ে যাবেন পেট ভরে দুপুর হোক বা রাতের খাবার। আজকাল সকলেই ব্যস্ত। তাই পুজোর চারটে দিনও অনেকেরই ভরসা থাকে চাইনিজ ফুড এর উপর। কারণ বাঙালিয়ানা খাবার খেতে তো বেশ লাগে , তবে বাঙালিয়ানা খাবারগুলি রাধতে অনেককেই খেতে হয় হিমশিম। আর তাই অগত্যা রেস্তোরাই ভরসা। তাই অবশ্যই আপনার রেস্তোরাঁর তালিকায় জুড়ে ফেলুন এই বাঙালিয়ানা রেস্তোরার নামটিও।
Malobika Biswas