Viral Video: হায় কপাল! পা দিয়ে জাতীয় পতাকা তুললেন পাক ক্রিকেটার, লজ্জার ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভাইরাল ক্লিপে রিজওয়ান টুপি ও জার্সিতে অটোগ্রাফ করছেন এরকম দেখা যাচ্ছে৷
#নয়াদিল্লি: পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান এ কী করে ফেললেন৷ ভাইরাল ভিডিও দেখে একেবারে ছিঃ ছিঃ৷ শুধু পাকিস্তানেই নয়, সব জায়গার মানুষেরই এই ঘটনার তীব্র নিন্দা করছেন৷ এই মুহূর্তে পাকিস্তান জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহম্মদ রিজওয়ান৷ এশিয়া কাপ ২০২২ সবচেয়ে অধিক রান করা ক্রিকেটার হিসেবে সামনে আসেন এবং এই বছরের ক্রিকেট ক্যালেন্ডারে তাঁর নাম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাঁর নামের পাশেই লিখে নিয়েছেন৷ সদ্যই রিজওয়ান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেখানে তিনি পাকিস্তানের জাতীয় পতাকা পা দিয়ে হাতে তুলছেন৷
দেখে মনে হচ্ছে ভিডিওটি পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে চলা আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের সময় একটি ম্যাচে এই ঘটনা ঘটেছে, বলে মনে করা হচ্ছে৷ আসলে দুনিয়াতে এক নম্বর ক্রিকেটার মহম্মদ রিজওয়ান অটোগ্রাফ সাইন করার সময় এই কাজ করেন৷ এরপরেই তিনি পা দিয়ে পাকিস্তানের জাতীয় পতাকা তোলেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
Mohammad Rizwan raised the flag with his feet#ihaterizwan#countryfirst . . . . . Credit @khelshel pic.twitter.com/AN3LG6L5RD
— Shivam Rajvanshi (@social_timepass) September 27, 2022
advertisement
ভাইরাল ক্লিপে রিজওয়ান টুপি ও জার্সিতে অটোগ্রাফ করছেন এরকম দেখা যাচ্ছে৷ সেখানেই এক ফ্যান অটোগ্রাফ নেওয়ার জন্য পাকিস্তানের তারকা ক্রিকেটারকে জাতীয় পতাকাও দেন৷ ভিডিওর শেষে তিনি পা দিয়ে পাকিস্তানের জাতীয় পতাকা তোলেন৷ এটা অবধিই ভিডিওটি দেখা যাচ্ছে৷
এরই মধ্যে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল বর্তমানে ইংল্যান্ডকে ভালই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে৷ সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বর্তমানে ৪ টি ম্যাচ হওয়ার পর সিরিজ ২-২ হয়ে রয়েছে৷ যেখানে পাকিস্তানে টি টোয়েন্টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে৷
advertisement
রিজওয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শানদার ফর্মে রয়েছে৷ তিনি ১৪১.৫৭ স্ট্রাইকরেটে মোট ২৫২ রান করেছেন৷ তিনি এই সিরিজে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে ২ নম্বরে রয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 10:49 AM IST