TRENDING:

Purba Bardhaman News: বেআইনি ভাবে গাছ কেটে ফেলার অভিযোগ রাইস মিলের বিরূদ্ধে

Last Updated:

উচালন গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত নন্দনপুর থেকে কেঁদুর যাওয়ার রাস্তা দু'ধারের গাছ কেটে ফেলা হচ্ছে অবৈধভাবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত উচালন গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে গাছ। অভিযোগ স্থানীয় এক মিল মালিকের বিরুদ্ধে। উচালন গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত নন্দনপুর থেকে কেঁদুর যাওয়ার রাস্তা দু'ধারের গাছ কেটে ফেলা হচ্ছে অবৈধভাবে। নতুন একটি মিল তৈরি হচ্ছে আর সেই কারণেই গাছ কেটে ফেলা হচ্ছে বলে মনে করছেন পঞ্চায়েতের কর্মীরা। যারা গাছ কাটছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, যে স্থানীয় এক মিলের মালিক এই গাছগুলি কাটতে নির্দেশ দিয়েছেন । সবার আগে বিষয়টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ যারা রয়েছেন তাদের জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতের এক কর্মী শ্যামল কুমার পন্ডিত ।
advertisement

একটি গাছ একটি প্রাণ, এই গাছ পালা যুগ যুগ ধরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে বিভিন্নভাবে। বাসযোগ্য করে তুলেছে এই পৃথিবীকে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থে সেই সকল গাছ কেটে ফেলছে নির্বিচারে। এনিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন । এ নিয়ে রাইস মিলে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনও উত্তর দিতে চাননি রাইস মিলের কর্তৃপক্ষ ।

advertisement

আরও পড়ুন - Birbhum News : আর কষ্ট করে বাড়ির মহিলাদের রান্নার গ্যাস সিলিন্ডার টেনে বদল করতে হবে না, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

স্থানীয় এক বাসিন্দা জামির আলী মোল্লা বলেন, অনেক দিন ধরেই গাছগুলি কাটা হচ্ছে। নতুন রাইস মিল তৈরি হচ্ছে তারাই এই কাজ করছে। কিন্তু গাছ কাটা হচ্ছে তা জানা নেই । জিজ্ঞাসাবাদ করলে গাছ কাটতে আসা লোকজন বলেন মিলের লোকেরা বলেছে তাই কাটছি ।

advertisement

আরও পড়ুন - Siriti Maha Samsan: আট কোটি টাকায় সাজবে সিরিটি মহাশ্মশান, পরিকল্পনা আগেই সরেজমিনে খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম

এ বিষয়ে উচালনগ্রাম পঞ্চায়েতের এক সদস্য শ্যামল কুমার পন্ডিত বলেন, পঞ্চায়েতের কোনও টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছে। আর এই গাছগুলি কাটছে স্থানীয় একটি একটি রাইস মিল কর্তৃপক্ষ। পঞ্চায়েতকে না জানিয়ে এই কাজ করা হচ্ছে । প্রায় ৩৫ টির মত গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে । আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বেআইনি ভাবে গাছ কেটে ফেলার অভিযোগ রাইস মিলের বিরূদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল