একটি গাছ একটি প্রাণ, এই গাছ পালা যুগ যুগ ধরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে বিভিন্নভাবে। বাসযোগ্য করে তুলেছে এই পৃথিবীকে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থে সেই সকল গাছ কেটে ফেলছে নির্বিচারে। এনিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন । এ নিয়ে রাইস মিলে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনও উত্তর দিতে চাননি রাইস মিলের কর্তৃপক্ষ ।
advertisement
স্থানীয় এক বাসিন্দা জামির আলী মোল্লা বলেন, অনেক দিন ধরেই গাছগুলি কাটা হচ্ছে। নতুন রাইস মিল তৈরি হচ্ছে তারাই এই কাজ করছে। কিন্তু গাছ কাটা হচ্ছে তা জানা নেই । জিজ্ঞাসাবাদ করলে গাছ কাটতে আসা লোকজন বলেন মিলের লোকেরা বলেছে তাই কাটছি ।
এ বিষয়ে উচালনগ্রাম পঞ্চায়েতের এক সদস্য শ্যামল কুমার পন্ডিত বলেন, পঞ্চায়েতের কোনও টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছে। আর এই গাছগুলি কাটছে স্থানীয় একটি একটি রাইস মিল কর্তৃপক্ষ। পঞ্চায়েতকে না জানিয়ে এই কাজ করা হচ্ছে । প্রায় ৩৫ টির মত গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে । আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Malobika Biswas