এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ছিলেন প্রধান অতিথি হিসেবে। ছিলেন, বর্ধমান মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের অজিত খাঁ, প্রদীপ রহমান, শাহাবুদ্দিন খান এবং ডা: ইন্তেখাব আলমের মত একাধিক কাউন্সিলার। এছাড়াও ছিলেন, বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বনবিহারী যশ, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জেনারেল সেক্রেটারি প্রবীর কুমার ঘোষ , বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের ফুটবল সেক্রেটারি বিবেকানন্দ সেন, দিল্লী পাবলিক স্কুল বর্ধমানের প্রিনসিপাল অভিজিত ভট্টাচার্য এবং সেক্রেটারি জেনারেল রাজেশ ভগত ।
advertisement
আরও পড়ুন - দুর্গা পুজোর মন্ডপ সেজে উঠেছে, যেন আস্ত যামিনী রায় মিউজিয়াম
জানা গিয়েছে, বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারি, গলসি, মঙ্গলকোট, দিল্লী পাবলিক স্কুল ও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে প্রায় ১২২ জন প্রতিযোগী কাতা, কুমিতে , টিম কাতা মিলিয়ে মোট ২২ টি বিভাগে অংশগ্রহণ করে প্রতিযোগিরা। দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানের দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমি এবং রানার্স হয়েছে দিল্লি পাবলিক স্কুল ।
আরও পড়ুন - Dengue in Kolkata: কোনও রেয়াত নয়, এবার ডেঙ্গি প্রতিরোধে নোটিশ খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে
এ বিষয়ে, পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, এই প্রথম নয় এর আগেও এই চ্যাম্পিয়নসিপ হয়েছে। জেলার ক্যারাটে প্রতিযোগীরা ভীষণ ভালো ক্যারাটে করে। এই প্রথম পুরস্কার এসেছে তা নয় এর আগেও অনেক পুরস্কার পেয়েছে দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির সদস্যরা।
Malobika Biswas





