Dengue in Kolkata: কোনও রেয়াত নয়, এবার ডেঙ্গি প্রতিরোধে নোটিশ খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে

Last Updated:

তারক সিং বলেন, আমিও খুশি যে একজন স্বাস্থ্য আধিকারিক নিজের কর্তব্য পালন করতে গিয়ে তিনি আমাকে নোটিশ করেছেন। আমি মনে করি সেই ভেক্টর কন্ট্রোল অফিসারকে সম্মানিত করা উচিত।

Dengue in Kolkata- Photo- Representative
Dengue in Kolkata- Photo- Representative
#কলকাতা: ডেঙ্গি প্রতিরোধে নোটিশ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে । তারক সিংকে নোটিশ পুরসভার স্বাস্থ্য বিভাগের। টালিগঞ্জ সার্কুলার রোডের জমিতে জমা জঞ্জালে মশার লার্ভা মেলার অভিযোগ।
খোদ কলকাতা পুরসভার নোটিশ তাদের মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহকে। মেয়র পরিষদ তারক সিংহের ৩৪ বি টালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে নোটিশ দিলেন।
advertisement
ওয়ার্ড নম্বর ৮১ এবং ১০ বোরো নম্বর ভেক্টর কন্ট্রোল অফিসার রবি প্রামাণিক। তাঁর সাহস এবং কর্তব্য নিষ্ঠার কথা নিজেই কলকাতা পুরসভার অধিবেশনে জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।
advertisement
মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ বলেন যে টালিগঞ্জ সার্কুলার রোড এর একটা বাড়িতে জল ও জঞ্জাল জমছিল। যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম নেওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেই তাকে নোটিশ করা হয়েছে।
advertisement
তারক সিং বলেন, আমিও খুশি যে একজন স্বাস্থ্য আধিকারিক নিজের কর্তব্য পালন করতে গিয়ে তিনি আমাকে নোটিশ করেছেন। আমি মনে করি সেই ভেক্টর কন্ট্রোল অফিসারকে সম্মানিত করা উচিত। এমনটাই জানলেন মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ। তিনি বলেন যে যিনি আমাকে নোটিশ করেছেন তাতে আমি প্রসংশিত যে এটা জেনেও যে একজন মেয়র পরিষদকে কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য আধিকারিক নোটিশ করেছেন।
advertisement
‘‘এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে সাধারণ মানুষের মত একজন মেয়র পরিষদকেও কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে নোটিশ করা হল। ফলে সাধারণ মানুষ ও এই ঘটনা থেকে শিক্ষা নেবেন।’’ তারক সিংহ বলেন ,  ‘‘আমি সেই আধিকারিককে সম্মানিত করব। যিনি আমার বাড়িতে জঞ্জাল জমার জন্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে আমাকেই নোটিশ পাঠিয়েছেন। সেটা থেকে বোঝা যায় যে কলকাতা পুরসভা নিজের মেয়র পরিষদ সদস্যদেরও যদি কোনো গাফিলতি থাকলে তাদেরকেও ছেড়ে কথা বলে না। জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।’’
advertisement
BISWAJIT SAHA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue in Kolkata: কোনও রেয়াত নয়, এবার ডেঙ্গি প্রতিরোধে নোটিশ খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement