পরবর্তী সময়ে জেলা পুলিশের ১৭৮ টি চারচাকা গাড়ি ও ১২ টি প্রিজন ভ্যানে বসানোর চিন্তা ভাবনা করা হবে। পুলিশ সুপার কামনাশিস সেন জানান, এই রাজ্য তো বটেই, দেশের মধ্যেও এই প্রথম পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রথম এই যন্ত্রের ব্যবহার করবে।
আরও পড়ুনঃ দুঃস্থ পড়ুয়াদের আর্থিক সাহায্য করেন বর্ধমানের দিলীপ
advertisement
জেলা পুলিশ সূত্রে আরও খবর, কয়েক মাস আগেই 'নোভাস অ্যাওয়ার’ নামে ওই ডিভাইস-এর কথা প্রথম পুলিশ সুপারকে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়। ওই ডিভাইসটির নির্মাণ করেছে একটি বহুজাতিক সংস্থা। ডিভাইসটি কেনা এবং তা একটি গাড়িতে বসানো পর্যন্ত মোট ৪০-৫০ হাজার টাকা খরচ ।
আরও পড়ুনঃ শ্রীগুরু আশ্রমের কচুবাটা আর ভাত খেয়েছেন? এটাই হল আসল আকর্ষণ
কি ভাবে কাজ করবে এই ডিভাইসটি : ডিভাইসটি বসাতে হবে গাড়ির এমন এক জায়গায় যেখান থেকে চালকের চোখের পাতার নড়াচড়া ওই ডিভাইসে সহজে ধরা পড়ে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে ওই ডিভাইস বসানো গাড়ির সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করতে পারবে পুলিশ স্টাফরা।
Malobika Biswas