TRENDING:

Purba Bardhaman News: সেরা পুলিশ ইউনিটের সম্মান পেল জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Last Updated:

কেন্দ্রীয় সংস্থার বিচারে ’বেস্ট পুলিশ ইউনিট’ বিভাগে সেরার স্বীকৃতি পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। কেন্দ্রের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’র (আইপি) কর্তৃক সেরা পুলিশ ইউনিটের’ সম্মান লাভ করেছে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : কেন্দ্রীয় সংস্থার বিচারে ’বেস্ট পুলিশ ইউনিট’ বিভাগে সেরার স্বীকৃতি পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। কেন্দ্রের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’র (আইপি) কর্তৃক সেরা পুলিশ ইউনিটের’ সম্মান লাভ করেছে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কেন্দ্রীয় সংস্থার দফতর থেকে ই -মেল করে জেলার পুলিশ সুপার কামনাশিস সেনকে এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে জানানো হয়েছে । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত এনফোর্সমেন্ট শাখার কাজের সাফল্যের বিচারে এই পুরস্কার বা সম্মান দেয় কেন্দ্র সরকার।
advertisement

স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেকপিরাইট’, ‘ট্রেড লাইসেন্স ভঙ্গ’- মতো বেশ কয়েকটি আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি না তা দেখা হয়।এ ছাড়াও এফআইআর, চার্জশিট, বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বাজেয়াপ্তের মতো বিষয়গুলিও থাকে আইপিপূর্ব বর্ধমান জেলা পুলিশকে এই সম্মান ২০২১ ২০২২ সালের জন্যে দিয়েছে। দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কর্তার হাতে। বিষয়ে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের এই স্বীকৃতি প্রাপ্তি খুবই গর্বের বিষয়।আইপিবিভিন্ন বিভাগে সম্মান জানিয়ে থাকে।বেস্ট পুলিশ ইউনিটবিভাগে পূর্ব বর্ধমান জেলা এই সম্মান পেয়েছে।'

advertisement

আরও পড়ুনঃ ২২০০ কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন মুম্বই, দেখা করবেন অক্ষয় কুমারের সঙ্গে!

অন্যদিকে, ডিএসপি (ডিইবি) রাকেশ চৌধুরি বলেন, ’ওই সব বিষয়গুলির উপর গত দুবছরে দেশের মধ্যে পূর্ব বর্ধমানের দক্ষতা বেশি দেখিয়েছে।' প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে আরও একটি পুরস্কার পেয়েছে জেলা পুলিশ।এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশের উল্লেখযোগ্য কাজের জন্য চিফ মিনিস্টার মেডেল প্রদান করা হয়েছিল রাজ্যের ১২ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে। রাজ্যপালের মনোনীত পুরস্কার প্রাপক এই অফিসারদের মধ্যে এবছর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য রয়েছেন রাজ্যের পাঁচ জন আইপিএস অফিসার।

advertisement

View More

আরও পড়ুনঃ পদস্থ কর্তাদের আগমনেই হয় বর্ধমান স্টেশন পরিষ্কার! বাকি দিন নোংরা!

পাশাপশি কমেন্ডেবল সার্ভিসের জন্য মনোনীত হয়েছেন আরো সাত জন অফিসার। এঁদের মধ্যে কেবলমাত্র একজন পুলিশ সুপার পদে কর্মরত আইপিএস পদমর্যাদার একমাত্র অফিসার যিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে রয়েছেন অর্থাৎ কামনাশীষ সেন, তিনিও এই কমেন্ডেবেল সার্ভিসের জন্য মুখ্যমন্ত্রী পদক পেয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে জেলা পুলিশের এই পুরস্কারগুলি পাওয়ায় খুশির হওয়া প্রশাসনিক মহলে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সেরা পুলিশ ইউনিটের সম্মান পেল জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল