TRENDING:

Purba Bardhaman News: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের

Last Updated:

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শহর বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩২ জন। জেলা স্বাস্থ্য দফতর বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শহর বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩২ জন। জেলা স্বাস্থ্য দফতর বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে। সেই লক্ষ্যে সম্প্রতি এগিয়ে চলেছে জেলার স্বাস্থ্য অধিকারিকরা। বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গুতে সংক্রমিত হওয়ার সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবার এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
advertisement

 

 

স্বাস্থ্য দফতর জানিয়েছে, পুরনিগম এলাকায় আশাকর্মীরা এলাকা ভাগ করে বাড়ি, বাড়ি পর্যবেক্ষণ করছেন। জেলা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র পুরসভার স্বাস্থ্যকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে কোনও রোগী তিন দিনের বেশি জ্বরে আক্রান্ত থাকলে, তাঁর রক্ত পরীক্ষা করিয়ে ডেঙ্গির সংক্রমণ ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। যেহেতু ডেঙ্গু আক্রান্ত এর সংখ্যা বাড়ছে ফলে সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা যাচ্ছেন এলাকা পরিদর্শনে।

advertisement

View More

আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভি‌যোগ

 

 

এছাড়াও এলাকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। এ বিষয়ে স্বাস্থ্য আধিকারিক : দেবব্রত রায় বলেন, প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। চলতি বছরের ডেঙ্গুতে পুর এলাকায় মারা গিয়েছেন একজন। এলাকা পরিদর্শন করে যা দেখা যাচ্ছে বেশিরভাগ ডেঙ্গু রোগের আক্রান্ত ব্যক্তি রা বাইরে থেকে এসেছেন। পৌর এলাকা গুলিতে মাইকিং করে প্রচার করা হচ্ছে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল