স্বাস্থ্য দফতর জানিয়েছে, পুরনিগম এলাকায় আশাকর্মীরা এলাকা ভাগ করে বাড়ি, বাড়ি পর্যবেক্ষণ করছেন। জেলা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পুরসভার স্বাস্থ্যকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে কোনও রোগী তিন দিনের বেশি জ্বরে আক্রান্ত থাকলে, তাঁর রক্ত পরীক্ষা করিয়ে ডেঙ্গির সংক্রমণ ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। যেহেতু ডেঙ্গু আক্রান্ত এর সংখ্যা বাড়ছে ফলে সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা যাচ্ছেন এলাকা পরিদর্শনে।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ
এছাড়াও এলাকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। এ বিষয়ে স্বাস্থ্য আধিকারিক ড: দেবব্রত রায় বলেন, প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। চলতি বছরের ডেঙ্গুতে পুর এলাকায় মারা গিয়েছেন একজন। এলাকা পরিদর্শন করে যা দেখা যাচ্ছে বেশিরভাগ ডেঙ্গু রোগের আক্রান্ত ব্যক্তি রা বাইরে থেকে এসেছেন। পৌর এলাকা গুলিতে মাইকিং করে প্রচার করা হচ্ছে । সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।
Malobika Biswas