এদিন এই শিশুদের পরিবারের হাতে জেলাশাসক তুলে দিলেন মুসুর ডাল, সয়াবিন, ছাতু, ঘি এবং একমাসের জন্য ডিম। একইসঙ্গে এদিন বর্ধমান দু নং ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার শিশুদের মায়ের হাতে তুলে দিলেন জামাকাপড় এবং খেলনা। এদিন বর্ধমান ২ ব্লকে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আইসিডিএসের প্রকল্পাধিকারিক পাপিয়া হালদার চট্টোপাধ্যায়, বর্ধমান দুই এর বিডিও সুবর্ণা মজুমদার সহ এই ব্লকের শিশু বিকাশ প্রকল্পাধিকারিক।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের
জেলার আইসিডিএস দফতর সূত্রে জানা গিয়েছে, গোটা জেলা জুড়ে ব্লক আধিকারিক, আইসিডিএস, স্বাস্থ্য দফতর এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথ একটি টিম গোটা জেলা জুড়ে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছে। এই খোঁজ খবরেই উঠে আসে গোটা জেলায় ৩৯৪ জন শিশুর স্বাস্থ্যের হাল অত্যন্ত খারাপ। যাদের মধ্যে ১৬৩ জনের অবস্থা আরও বেশি খারাপ এবং তাদের দ্রুততার সঙ্গে পুষ্টি বৃদ্ধির পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ। আর এরপরই গোটা জেলা জুড়ে শুরু হয় অভিযান। দেওয়া শুরু হয় পুষ্টিযুক্ত খাবার।
আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ
আর এই ১৬৩ জন শিশুর জন্য গোটা জেলা থেকেই আগ্রহীদের সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আর তাই জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এগিয়ে আসেন অপুষ্টিতে ভোগা শিশুর স্বাস্থ্য উদ্ধারের জন্য। জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে বাকি শিশুদের জন্যও এই সহায়তা দেওয়া শুরু হবে। জানা গিয়েছে, এই ১৬৩ জন অপুষ্টিতে ভোগা শিশু ছাড়াও কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে এবং কিছু শিশু রয়েছে যাদের শারীরিক অবস্থা পরিবর্তিত হচ্ছে। ফলে এই শিশুদের জন্য আলাদা করে নজর দেওয়া হচ্ছে।
Malobika Biswas