আরও পড়ুন: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ
বর্ধমান শহরের এই কার্নিভালে এসে অভিনেতা গোবর্ধন আসরানি উচ্ছ্বসিত হয়ে বিধায়ক খোকন দাসের উদ্দেশ্যে বলেন, আমি সবার প্রথমে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনাকে প্রণাম জানাই যে আপনি এখানে আসার সুযোগ করে দিয়েছেন। বাংলায় শিল্পীরা সবচেয়ে বেশি সম্মান বলে তিনি দাবি করেন।
advertisement
বর্ধমান শহরের নীলপুর থেকে বর্ধমান পুরসভা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ছিল বিশেষ ব্যবস্থা। এই বছর বর্ধমান শহরে যে কার্নিভাল অনুষ্ঠিত হয় সেখানে ২৭ টি পুজো কমিটি অংশগ্রহণ করে। প্রায় প্রত্যেক পুজো কমিটিকেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতা মূলক বার্তা প্রদান করতে দেখা যায়। যেহেতু কার্জন গেটের সামনে কার্নিভালের মূল মঞ্চ করা হয়েছিল, সেকারণে বিভিন্ন পুজো কমিটি নৃত্য এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের থিম প্রদর্শিত করে কার্জন গেটের সামনে। গত বছর থেকে বর্ধমান শহরে কার্নিভাল শুরু হয়েছে। সুষ্ঠভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পুলিশ-প্রশাসনের ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যায়। কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এসপি আমনদীপ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বনোয়ারীলাল চৌধুরী