TRENDING:

Purba Bardhaman News: আবাস যোজনা নিয়ে পোস্টার! আশাকর্মী ও প্রধানের নামে পোস্টার

Last Updated:

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়ায় গ্রামপঞ্চায়েত প্রধান ও আশাকর্মীদের নামে পোষ্টার পড়ল ভাতারের ওড়গ্রামে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওড়গ্রামের হাটতলা ও স্কুল সংলগ্ন এলাকায় বেশ কিছু পোষ্টার দেখা যায় এদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়ায় গ্রামপঞ্চায়েত প্রধান ও আশাকর্মীদের নামে পোষ্টার পড়ল ভাতারের ওড়গ্রামে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওড়গ্রামের হাটতলা ও স্কুল সংলগ্ন এলাকায় বেশ কিছু পোষ্টার দেখা যায় এদিন। সেই পোস্টারে লেখা রয়েছে আবাস প্লাস যোজনায় ১ ও ২ নম্বর তালিকায় নাম থাকা সত্বেও নাম বাদ গেল কেনো সাহেবগঞ্জ এক প্রধান ও আশাকর্মীদের জবাব চাই। আর এই পোস্টার পরার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement

যদিও এনিয়ে প্রধান বিনয়কৃষ্ণ ঘোষের দাবি, তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে পঞ্চায়েত প্রধানের কোনও ভূমিকা নেই। ব্লক থেকে আশাকর্মীদের দিয়ে সার্ভে করানো হয়েছে। সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতে ব্লক প্রশাসন থেকে তালিকা করা হয়েছে। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবাস যোজনা প্রতিটি জেলায় চলছে ক্ষোভ বিক্ষোভ। বাদ নেই পূর্ব বর্ধমানও। বর্ধমান জেলার একাধিক জায়গায় আবাস যোজনা নিয়ে চলছে অশান্তি।

advertisement

কোথাও আশাকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তো কোথাও আশা কর্মীদের তালিকা তৈরি নিয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে ভাতারের আশা কর্মীরা তাদের উপর হওয়া এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে নেমেছিলেন রাস্তায়। আশা কর্মীদের দাবি তাদের আবাস যোজনা নিয়ে ফোনে হুমকি দাওয়া হচ্ছে। আটকে রাখা হচ্ছে। আর এরই মধ্যে এদিন ভাতারের ওড়গ্রামে আশা কর্মী ও পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার পরায় আবাস যোজনা নিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠল ভাতার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আবাস যোজনা নিয়ে পোস্টার! আশাকর্মী ও প্রধানের নামে পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল