যদিও এনিয়ে প্রধান বিনয়কৃষ্ণ ঘোষের দাবি, তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে পঞ্চায়েত প্রধানের কোনও ভূমিকা নেই। ব্লক থেকে আশাকর্মীদের দিয়ে সার্ভে করানো হয়েছে। সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতে ব্লক প্রশাসন থেকে তালিকা করা হয়েছে। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবাস যোজনা প্রতিটি জেলায় চলছে ক্ষোভ বিক্ষোভ। বাদ নেই পূর্ব বর্ধমানও। বর্ধমান জেলার একাধিক জায়গায় আবাস যোজনা নিয়ে চলছে অশান্তি।
advertisement
কোথাও আশাকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তো কোথাও আশা কর্মীদের তালিকা তৈরি নিয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে ভাতারের আশা কর্মীরা তাদের উপর হওয়া এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে নেমেছিলেন রাস্তায়। আশা কর্মীদের দাবি তাদের আবাস যোজনা নিয়ে ফোনে হুমকি দাওয়া হচ্ছে। আটকে রাখা হচ্ছে। আর এরই মধ্যে এদিন ভাতারের ওড়গ্রামে আশা কর্মী ও পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার পরায় আবাস যোজনা নিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠল ভাতার।
Malobika Biswas