TRENDING:

Purba Bardhaman News: আশা ও অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল

Last Updated:

ভাতারের শেরুয়ায় আশা ও অঙ্গনারী কর্মীকে হেনস্তার প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি পেশ বিডিওকে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের শেরুয়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ পড়ায় আশা ও অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ভাতারের শেরুয়ায় আশা ও অঙ্গনারী কর্মীকে হেনস্তার প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি পেশ বিডিওকে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের শেরুয়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ পড়ায় আশা ও অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে আশা অঙ্গনওয়ারি কর্মীকে। আর এবার এই ঘটনার তারই প্রতিবাদে ভাতার পুরাতন ব্লক অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল করে আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা। সেই মিছিল শেষ হয় নতুন ব্লক অফিসে।
advertisement

তারা একটি লিখিত স্মারকলিপি পেশ করেন ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাসকে। আশা কর্মীরা জানান, তাদের কাজে কোনও নিরাপত্তা নেই। যখন তখন তাদের উপর আক্রমণ চালাচ্ছে অনেকেই। এরই মধ্যে বেশ কয়েকজন আশা কর্মীকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আশা কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম সার্ভের কাজ করার জন্যই তারা সাধারণ মানুষের রোসের মুখে পড়ছে। তাই তারা দাবি করেন, যতদিন তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততদিন তারা কাজ করবেন না।

advertisement

এদিন কয়েকশো আশা কর্মী নামেন রাস্তায়। কাজে তো কাজ বন্ধ করে তারা মিছিল করে যান ব্লক অফিসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের সমস্ত ক্ষোভ উগরে দেন। প্রায় সমস্ত আশা কর্মীই বলেন বেশিরভাগ জায়গায় তাদের আবাস যোজনা নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো আতঙ্কিত রয়েছেন তারা। আশা কর্মীদের উপর হওয়া সমস্ত অত্যাচারের দ্বায়ভার নিতে হবে প্রশাসনকে। শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ছাড়া তারা কোনও কাজ করবেন না বলেই এদিন সাফ জানিয়ে দেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আশা ও অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল