তারা একটি লিখিত স্মারকলিপি পেশ করেন ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাসকে। আশা কর্মীরা জানান, তাদের কাজে কোনও নিরাপত্তা নেই। যখন তখন তাদের উপর আক্রমণ চালাচ্ছে অনেকেই। এরই মধ্যে বেশ কয়েকজন আশা কর্মীকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আশা কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম সার্ভের কাজ করার জন্যই তারা সাধারণ মানুষের রোসের মুখে পড়ছে। তাই তারা দাবি করেন, যতদিন তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততদিন তারা কাজ করবেন না।
advertisement
এদিন কয়েকশো আশা কর্মী নামেন রাস্তায়। কাজে তো কাজ বন্ধ করে তারা মিছিল করে যান ব্লক অফিসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের সমস্ত ক্ষোভ উগরে দেন। প্রায় সমস্ত আশা কর্মীই বলেন বেশিরভাগ জায়গায় তাদের আবাস যোজনা নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো আতঙ্কিত রয়েছেন তারা। আশা কর্মীদের উপর হওয়া সমস্ত অত্যাচারের দ্বায়ভার নিতে হবে প্রশাসনকে। শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ছাড়া তারা কোনও কাজ করবেন না বলেই এদিন সাফ জানিয়ে দেন।
Malobika Biswas