আম আঁটির ভেঁপু উপন্যাসের মূল চরিত্র অপুর ভাবনাকে তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপে। উপন্যাসে দেখা গিয়েছে অপুর স্বপ্নে রয়েছেন মহাবীর অর্জুন নয়, মহাবীর কর্ণ। অপুর দিদি দুর্গা তার খেলার সঙ্গী। গ্রামের সহজ-সরল পরিবেশে আর অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই দুই ভাই বোনের খেলা করা, দিদির সঙ্গে ঝড়ের দিনে আম কুড়োনো, হইচই, চড়ুইভাতি, শরতের কাশবনের দীর্ঘ মাঠ পেরিয়ে রেলগাড়ি দেখা এই সমস্ত চিত্রই তুলে ধরা হবে এই মণ্ডপে। এছাড়াও চরম দরিদ্রর মধ্যেও কী ভাবে সুখ খুঁজে নিতে হয়, কার্যত এই বার্তা দিতেই এ বছরের থিম 'আম আঁটির ভেঁপু' বলেই জানান থিমমেকার ৷
advertisement
আরও পড়ুন : ভূতের ভবিষ্যৎ ছবিতে দেখানো শ্রীরামপুরের রাজবাড়ির পুজো পা দিল ৩৩৯ বছরে
আরও পড়ুন : ১৫০ বছরের প্রাচীন মহাবীর মূর্তি চুরি দশ দিনের উৎসব শেষে
থিমমেকার ভীতিভূষণ মণ্ডল বলেন, এবছরের থিম 'আম আঁটির ভেঁপু'। যেহেতু অন্নদাপল্লী গ্রাম্য পরিবেশ, তাই এই থিমের চিন্তাভাবনা করা হয়েছে। এছাড়াও হতদরিদ্রতার মধ্যেও কীভাবে সুখ খুঁজে পাওয়া যায় সেই বার্তা দিতে এই 'আম আঁটির ভেঁপু' কে পুজোর থিমে আনা হয়েছে। এ বছর পুজোর বাজেট করা হয়েছে ১২ লাখ টাকা।





