West Burdwan News : ১৫০ বছরের প্রাচীন মহাবীর মূর্তি চুরি দশ দিনের উৎসব শেষে

Last Updated:

মন্দিরে একটি ১০ দিন ব্যাপী উৎসব চলছিল। সেই উৎসবের শেষ দিনে মন্দির থেকে মূর্তি সহ মূল্যবান জিনিসগুলি চুরি গিয়েছে।

+
আসানসোলের

আসানসোলের এই মন্দির থেকে চুরি গিয়েছে প্রাচীন মূর্তি।

#আসানসোল: আসানসোলের একটি মন্দির থেকে চুরি হয়ে গেল দেড় শ বছরের প্রাচীন মূর্তি। দিনে দুপুরে মন্দির থেকে প্রাচীন মূর্তি সহ আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আসানসোলের দোমাহানির মারোয়াড়ি বাজারের একটি মন্দির থেকে দেড় শ বছরের প্রাচীন মহাবীরের মূর্তি চুরি গিয়েছে। সঙ্গে ওই মন্দির থেকে চুরি গিয়েছে আরও কিছু মূল্যবান সামগ্রী।
আরও পড়ুন Durga Puja: দুর্গা পুজোর অনুদানের নির্দেশ বহাল, ছয় শর্তে অনুমতি হাইকোর্টের! বড় স্বস্তি রাজ্যের
মন্দিরে একটি ১০ দিন ব্যাপী উৎসব চলছিল। সেই উৎসবের শেষ দিনে মন্দির থেকে মূর্তি সহ মূল্যবান জিনিসগুলি চুরি গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও মন্দির থেকে দেড় শ বছরের প্রাচীন মূর্তি চুরি যাওয়ায় ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন জৈন সম্প্রদায়ের মানুষজন। তারা দাবি তুলেছেন, অবিলম্বে মূর্তিটি উদ্ধার করতে হবে। কারণ এই মূর্তির মূল্য তারা টাকার অঙ্কে বিচার করতে চান না। তারা বলছেন প্রাচীনতম এবং আধ্যাত্মিকতার বিচারে মূর্তিটি মহামূল্যবান৷ তাই দ্রুত ওই মহাবীর মূর্তি উদ্ধারের দাবি তুলেছেন তারা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, মন্দিরে ১০ দিনের একটি উৎসব চলছিল। সেই উৎসবের শেষ দিনে সকালে পুজো সম্পন্ন হয়েছিল। পরে পুজোর জন্য মন্দিরে পুরোহিত এসে দেখতে পান, মন্দিরে মূর্তি নেই। মূর্তির সঙ্গে আরও কিছু মূল্যবান সামগ্রীও মন্দির থেকে উধাও হয়ে গিয়েছে। তারপরেই তারা মন্দির কর্তৃপক্ষের সদস্যদের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। মন্দির কমিটির সদস্যরাও পুলিশের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছেন। কিন্তু তারা দাবি তুলেছেন, দ্রুত চুরি যাওয়া মহাবীর মূর্তিটি উদ্ধার করতে হবে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ১৫০ বছরের প্রাচীন মহাবীর মূর্তি চুরি দশ দিনের উৎসব শেষে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement