উল্লেখ্য, করোনাকালে পড়াশোনার ক্ষেত্রে যেমন প্রভাব পড়েছে তেমনই সৃজনশীলেও যথেষ্ট প্রভাব পড়েছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বহু ছাত্র ছাত্রী। তবে সেসব কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে যাতে সকলে ফিরতে পারে, তার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তরা।
আরও পড়ুন- ঢেলে সাজানো হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল! মিলবে কী কী পরিষেবা?
advertisement
শিক্ষার্থীরা রঙ তুলি হাতে এবং নিজের ভাবনায় বিকাশ ঘটানো হস্তশিল্পের মধ্য দিয়ে এদিন সাজিয়ে তোলেন প্রদর্শনী গ্রাউন্ড। এইধরণের প্রদর্শনীর আয়োজন হওয়ায় খুশী শিক্ষার্থীরাও। আগামীদিনে এই ধরণের পদক্ষেপ সৃজনশীল ক্ষেত্রে উৎসাহ বাড়াবে বলেই মত অভিভাবকদের। বহু প্রবীণ নাগরিকও উপস্থিত ছিলেন এই প্রদর্শনীতে। বিশেষ চাহিদা সম্পন্ন এক শিক্ষার্থী ফিতে কেটে উদ্বোধন করেন দুদিনের এই প্রদর্শনীর।
আরও পড়ুন- এখনো টনক নড়েনি বাড়ির মালিকদের! ১০টিও ভাড়াটিয়া ফর্ম জমা পড়লো না থানায়!
উদ্যোক্তার জানান, করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল প্রদর্শনী। তবে সমস্ত কিছু কাটিয়ে এবছর ফের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে খুশি ছাত্রছাত্রীরাও।
Malobika Biswas