TRENDING:

Purba Bardhaman News: সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি শুরু জেলা জুড়ে

Last Updated:

জেলা জুড়ে শুরু হয়েছে সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি । তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের রায়না এক নং ব্লকের কিষান মাণ্ডিতে । বাজারে তুলনায় সরকারি কিষাণ মাণ্ডিতে ধান বিক্রয়ের মূল্য অনেকটাই বেশি বলে জানাচ্ছেন কৃষকরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : জেলা জুড়ে শুরু হয়েছে সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি। তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের রায়না এক নং ব্লকের কিষান মাণ্ডিতে । বাজারে তুলনায় সরকারি কিষাণ মাণ্ডিতে ধান বিক্রয়ের মূল্য অনেকটাই বেশি বলে জানাচ্ছেন কৃষকরা । আর যার ফলে এই সরকারি কিষাণ মাণ্ডি গুলোতে ভিড় হয় চোখে পড়ার মতো । রায়না এক নম্বর ব্লকের কিষাণ মাণ্ডিতেও এদিন কৃষকদের ছিল ভালোই । এবছর সরকারিভাবে কুইন্টাল কিছু ধানের দাম ধার্য করা হয়েছে ২০৪০ টাকা এছাড়াও আলাদা করে কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে ধান বিক্রয়কারীদের ।
advertisement

এদিন রায়না এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে পোলেমপুর, শালগাছা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা এসেছেন ধান বিক্রি করার জন্য । রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন কৃষকরা । তারা বলেন এবছর ধান ভালই হয়েছে । ফলে সরকারি সহায়ক মূল্যের কিষাণ মান্ডিতে কুইন্টাল প্রতি ধান বিক্রি করে আশা করছেন লাভের মুখ দেখবেন।

advertisement

আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর

সরকারি সহায়ক মূল্যের কিষাণ মাণ্ডিতে ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান , আগে ফরেদের কাছে ধান বিক্রি হত, ঠিকমত টাকা পাওয়া যেত না । তবে বিগত কয়েক বছর ধরে সরকারি সহায়ক মরলে ধান বিক্রি করে লাভ হচ্ছে । ২০৪০ টাকা করে সরকারিভাবে কুইন্টাল পিছু ধানের দাম দেওয়া হচ্ছে ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি শুরু জেলা জুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল