এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করল এই খেলা। এই খেলায় ফাইনালে জয়ী দলকে ১ লক্ষ ১ টাকা ও পরাজিত দলকে ৬ হাজার ৬ টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হবে। বর্ধমান জেলার পাশাপাশি আশপাশের জেলার ১৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করবে। এলাকার কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন খেলা দেখতে আশপাশের বহু ক্রীড়াপ্রেমী মানুষ হাজির ছিলেন। ড্রোন ক্যামেরায় নজরদারি ছিল খেলার মাঠে।
advertisement
আরও পড়ুনঃ গুজরাটে ব্রীজ ভেঙে মৃত্যু জেলার যুবকের, এলাকায় শোকের ছায়া
এদিন উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিনোদিনী রাইস মিল ও হেদগড়া দুর্গামাতা একাদশ। ৫-০ গোলে জয়ী হয় বিনোদিনী রাইস মিল। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছরই এই খেলার আয়োজন করা হয়। এবছরও হয়েছে। এক মাস ধরে এই খেলা চলায় ফুটবল প্রেমীরা খুব উৎসাহিত থাকে। নতুন প্রজন্ম যারা ফুটবল খেলতে শুরু করেছে তাদের জন্য এই খেলা যথেষ্ট আকর্ষণীয়। আজকাল ছেলেমেয়েরা খেলা ধুলা করতে ভুলেই গেছে। আজকাল আর কাওকে মাঠে দেখা যায়। তবে এই নকআউট খেলা অনুষ্ঠিত হওয়ায় অন্তত কচিকাঁচারা মাঠমুখি হবে কদিনের।
Malobika Biswas